1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
'দি গোল্ডেন বেঙ্গল টি' - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন

‘দি গোল্ডেন বেঙ্গল টি’

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৬৫১ পড়া হয়েছে

 এক কেজি চা পাতার মূল্য সাড়ে ১৬কোটী টাকা। শুনে অনেকটা অবাক হওয়ার মত ঘটনা। আরো বিস্ময়ের বিষয় যে এমন দামী চা’এর উৎপাদন হয় বাংলাদেশে। ব্যয়বহুল এই চা-পাতায় থাকে ২৪ ক্যারট সোনার প্রলেপ। বাংলাদেশেই উৎপাদন তাই নামকরণ করা হয়েছে “দি গোল্ডেন ব্যাংগল টি”।

৯শত কেজি চা-পাতা থেকে ১কেজি চা-পাতা বেচে নিতে হয়।

সম্প্রতি দুবাই এক্সপো ২০২২-এ “সোনার বাংলা” নামের এই চায়ের উদ্বোধন করা হয়। এক কেজি এই “গোল্ডেন ব্যাংগল” চা-পাতার দাম  ১.৪ মিলিয়ন পাউণ্ড। এই চা কাঁচের পানপাত্রে ঢেলে দিলে তা সোনালী রং ধারণ করে। এই চায়ের প্রতিটি পাতায় স্বর্ণের প্রলেপ দেয়া হয়ে থাকে। এক কেজি চা পাতায় ২৪ ক্যারট স্বর্ণের প্রলেপ দেয়া হয়। সে এক অত্যাধুনিক বৈজ্ঞানিক পদ্বতি। ব্যয়বহুল এই পদ্বতি খুব সময় সাপেক্ষও বটে।

বিশ্বের সবচেয়ে দামী চা ‘দি গোল্ডেন ব্যাঙ্গল টি’।

৯শত কেজি চা-পাতা থেকে মাত্র এক কেজি চা পাতা বাচাই করতে হয়। এ প্রক্রিয়ায় সময় লাগে প্রায় সাড়ে চার বছর। বিশ্বের সবচেয়ে দামী এই “দি গোল্ডেন ব্যাঙ্গল টি” এর লন্ডনের ঠিকানা ১০৩ ব্রিকলেনে অবস্থিত ‘লণ্ডন টি এক্সচেঞ্জ’। এর প্রতিটি কোনায় কোনায় রয়েছে ৩শ বছরের পুরোনো ইতিহাসের ছোঁয়া।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT