মৌলভীবাজারের কমলগঞ্জে দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার ভোর থেকে অব্যাহত বৃষ্টির কারণে উপজেলার নদ-নদীতেও পানি বাড়ছে। বৃষ্টির কারণে মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। এছাড়া উপজেলার বোরো চাষিদের কাটা ধান নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষদের সাথে কথা বলে জানা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে বেশির ভাগ মানুষ কাজে বের হতে পারেননি। কাজে না যাওয়ার ফলে অনেকেই লুডু খেলে অলস সময় কাটিয়েছেন এবং কাটাচ্ছেন। বৃষ্টির কারণে বিশেষ করে রিক্সা, টেলা, ভ্যান চালক ও দিনমজুরেরা বেশি বিপাকে পড়েছেন বলে তাঁরা জানান।
গত মঙ্গলবার সরেজমিনে উপজেলার কয়েকটা বাজার ঘুরে দেখা যায়, ভারী বৃষ্টির কারণে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। খুব অল্প সংখ্যক মানুষ বাহিরে বের হয়েছেন। নিম্ন আয়ের মানুষেরা বিশেষ করে রিক্সা, ভ্যান চালকেরা গাড়ি নিয়ে বের হলেও সারাদিনে রুজি করতে পারেননি গাড়ি ভাড়ার টাকা। এছাড়া বৃষ্টির কারণে বাজারে মানুষ না আসার কারণে ছোট ছোট ব্যাবসায়ীরা তাকিয়ে আছেন বৃষ্টির দিকে কখন বন্ধ হবে বৃষ্টি।
উপজেলার শমশেরনগর বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী ময়নুল ইসলাম বলেন, এমন বৃষ্টির মাঝে অতি প্রয়োজন ছাড়া মানুষজন বাজারে আসেননা। সন্ধ্যা পর্যন্ত ১০০ টাকাও বিক্রি করতে পারিনি। কাঁচা মালগুলো আজ বিক্রি না করলে পচন ধরে যাবে। মুন্সিবাজার এলাকার রিক্সা চালক হারুন মিয়া বলেন- রিকশা নিয়ে বের হয়েছি ঠিক কিন্তু কোন যাত্রী নেই। প্রতিদিন রিকশা ভাড়া ২০০ টাকা দিতে হয়। টাকা রুজি না করলে রিকশা ভাড়া ও পরিবারের জন্য খাবার কিছুই নিতে পারবোনা। উপজেলার পতনঊষার এলাকার দিনমজুর সমুজ মিয়া বলেন, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে ঠিক মতো কাজ করতে পারেনি। আজ কাজে যোগদান করেও কাজ করতে পারেনি বৃষ্টির জন্য। ঘরে চাল, ডাল, তেল কিছুই নেই। পকেটে টাকাও নেই। বউ বাচ্চার জন্য বাড়িতে কি নিয়ে যাবো জানেনা।