1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
"মুল্লুক চলো" আন্দোলনের ১০১ বছর উপলক্ষে চা শ্রমিক সমাবেশ - মুক্তকথা
রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন

“মুল্লুক চলো” আন্দোলনের ১০১ বছর উপলক্ষে চা শ্রমিক সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫৬৩ পড়া হয়েছে

চা শ্রমিকদের মুল্লুক চল বা দেশে চল আন্দোলনের ১০১ বছর উপলক্ষে এবং তাদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে চা শ্রমিক সমাবেশ। সমাবেশে বিভিন্ন চা বাগানের হাজারো নারী পুরুষ চা শ্রমিক অংশ নেন। অনুষ্ঠিত হয় লাল পতাকা মিছিল।

রবিবার দুপুরে মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে চা শ্রমিকদের ন্যুনতম দৈনিক মজুরী ৫০০ টাকা, ভূমি অধিকারসহ ১০দফা দাবিতে চা শ্রমিক সমাবেশের আয়োজন করে কমিউনিস্ট পার্টি সিলেট বিভাগীয় কমিটি। লাল পতাকার মিছিল বের হয়ে শহর ঘুরে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। বিকেলে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম। প্রধান বক্তা ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

এসময় বক্তারা বলেন, চা শ্রমিকদের ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT