রুমা বেগম
একটি বিশেষ্যবাচক শব্দ। বিশ্বাস হচ্ছে আমাদের জীবন চলার পথের একটি প্রত্যক্ষ আবার অদেখা অজানা কিংবা শুনা থেকে ধারণাগত জ্ঞান। যে জ্ঞান দেখা কিংবা শুনার পর সেই দেখা বা শুনা থেকে মনে জন্ম নেয়া উপলব্দির শাব্দিক প্রকাশ। যে উপলব্দি ও জ্ঞান এবং তার নিশ্চয়তার উপর আস্তা রাখতেই হয় তা-ই বিশ্বাস।
আরো সহজে বলা যায়, কোন কিছু নিজে দেখে বা শুনে মনে যে ধারণার জন্ম হয় এবং সে ধারণার উপর যখন আস্তা রাখা যায় তাকেই আমরা বিশ্বাস বলে জানি।
বিশ্বাস, সত্য, মন, এসব আপেক্ষিক শব্দ। আপনি আমি যতই যুক্তি দেই না কেনো কেউ যদি বলে সে বিষয়টিকে এভাবে মানেনা তা’হলেই সব শেষ। বিশ্বাসের জন্মই হবে না।
বিশ্বাস এমন এক বিশেষ্যবাচক শব্দ যে বিষয়ে যেকোন কেউ অনাস্তা জানালে বিশ্বাস আর টিকে থাকতে পারে না।
উইকিপিডিয়া লিখছে, পর্যবেক্ষণের উপর যুক্তির(ও পূর্বলব্ধ জ্ঞানের) সাহায্যে বিচার করে কোন বিষয় সত্য বলে সিদ্ধান্ত নিলে তা থেকে নতুন জ্ঞান জন্মায়। এইভাবে মনের মধ্যে উপলব্ধ সত্যগুলিকে জুড়ে যে তত্ত্বের জাল বোনা হতে থাকে তাদের বিষয়বস্তুগুলি সামগ্রিকভাবে হল জ্ঞান আর তাদের গ্রহণযোগ্যতার সচেতন অনুমোদন হল বিশ্বাস। সেই জ্ঞান বা ধারণা থেকে নির্দিষ্ট কোন মানুষ বিষয়ে অনেক কিছু অনুধাবন করা যায়। জ্ঞান ও সত্য শব্দ দ্বয়ের মত বিশ্বাস শব্দেরও কোন সর্বসম্মত সংজ্ঞা নেই। সে চিন্তা থেকে বিশ্বাস হতে পারে কোন অনুভূতির সচেতন অনুধাবন।
|