জানা যায়, তিনি যখন ১১৬ বছর বয়সের বৃদ্ধ সেসময় একটি লকোমোটিভ ট্রেনের এ মাথা থেকে অপর মাথায় দৌড়ে অতিক্রম করেন এবং এজন্য তিনি মাত্র ৩সপ্তাহ সময়ের মধ্যে পুরো সুস্থ্য হয়ে উঠেন। পাহাড় দিয়ে হাটার সময় অনেক সময়ই তাকে বন্য ভল্লুকের সাথে লড়াইয়ে লিপ্ত হতে হতো এবং তিনি সবসময়ই জয়ী হতেন। আদিবাসী এই আমেরিকানের ৮জন স্ত্রী ছিলেন কিন্তু কোন সন্তানাদি ছিল না। তার মৃত্যুর পর তার বয়স কত ছিল এ নিয়ে দস্তুরমত বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। সে সময়ের ‘ফেডারেল কমিশনার অব ইণ্ডিয়ান এনরোলমেন্ট’ রেনসম জে পওয়েল অনেক বিতর্কের পর সিদ্ধান্ত নেন যে আদিবাসী আমেরিকান এই ‘জনস্মীথ’ এর বয়স মৃত্যুকালে ছিল ৮৮বছর। কিন্তু অনেকেই তা তখন মেনে নেননি। তাদের বক্তব্য ‘জনস্মীথ’ এর বয়স অনেক অনেক বেশী। তার জন্ম বছর ১৭৮৪সাল। এবং এ সিদ্ধান্তেই তার কবরের উপর স্মৃতিফলক লাগানো হয় যেখানে তার জন্মবছর লিখা হয় ১৭৮৪সাল। অর্থাৎ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩৮বছর। |