সৌদি আরবের পক্ষে গুপ্তচরবৃত্তি করার সন্দেহে ৪জন ইয়েমেনি সাংবাদিককে হুতিদের কারাগারে থেকে মৃত্যুর দিন গুনতে হচ্ছে।
তৌফিক আল মিশৌরি, আব্দুল খালেক আমরান, আকরাম আল ওয়ালিদি এবং হারেত হুমেইদ নামের এই ৪জন সাংবাদিককে ২০১৫ সালে সৌদি আরবের পক্ষে গুপ্তচর হিসেবে কাজ করছে এমন সন্দেহে হুতি বিদ্রুহীরা ধরে নিয়ে যায়।
“রিপোর্টার্স উইদাউট বর্ডার্স” থেকে জানা যায়, এ সকল সাংবাদিকের বিচার করে ২০২০ সালে তাদের মৃত্যুদণ্ডের হুকুম জারি করা হয়। এ সকল সাংবাদিক ইয়েমেনের “দি ইসলাহ পার্টি”র সমর্থনকারী কিছু সংবাদ মাধ্যমে কাজ করছিলেন। ওই সংবাদ মাধ্যমগুলো হুতি বিদ্রুহীদের সমর্থন করতো না। আর এসময়ই তাদের হুতিরা ধরে নিয়ে যায়। হুতিদের কারাগারে এ চারজন সাংবাদিক বর্তমানে খুবই শারিরীক অসুস্থতায় ভুগছেন। হুতিদের দেয়া মৃত্যুদণ্ড কার্যকর হতে দেয়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপ।
এ চারজন সাংবাদিক বর্তমানে জীবনের হুমকির সামনে দাঁড়িয়ে রয়েছেন।
“রিপোর্টার্স উইদাউট বর্ডার্স” জানাচ্ছে তাদের উপর নির্বিচার দূর্ব্যবহার, তাদের জীবনকে দূর্বিসহ করে তুলেছে। তাদের জীবন এখন মরণাপন্ন। তাদের উপর নিপীড়ন নির্যাতন অবিলম্বে বন্ধ করার দাবী জানিয়েছে “রিপোর্টার্স উইদাউট বর্ডার্স”।
|