খুঁজাখোঁজির সে প্রক্রিয়ায় মানুষ যা পেয়েছে তার মূল্য নিরুপণ সম্ভব নয়। সে সব অমূল্য ধন। প্রাচীন মানুষের জীবনাচার বিষয়ে আধুনিক মানুষ যা জানতে পেরেছে তাতে মানুষের জীবনকে এগিয়ে দিয়েছে হাজার হাজার বছরের পথচলা।
এ সবের মাঝে একটি হলো মানব শিশু জন্ম গ্রহনের আগেই কিভাবে বলে দেয়া যায় যে সে ছেলে হবে না মেয়ে হবে। মায়ের পেটে বেড়ে উঠা ভ্রূণ কিশোরের না-কি কিশোরীর তা জানার একটি প্রক্রিয়া মিশরীয়গন তাদের জীবন যাপন থেকে আবিষ্কার করতে সক্ষম হন।
মিশরীয়গন দু’টি বড় আকারের পানি রাখার মত পাত্রের একটিতে রাখতো বার্লি আর অপরটিতে রাখতো গম। গর্ভবতী মহিলাদের সেই বার্লি ও গমে প্রস্রাব রাখা হতো। সেই প্রস্রাবের ছোঁয়ায় যদি বার্লি আগে অঙ্কুরিত হয় তা’হলে বুঝতে হবে যে ওই মহিলার ছেলে সন্তান হবে। আর যদি গম আগে অঙ্কুরিত হয় তা’হলে জানতে হবে যে সন্তানটি মেয়ে হবে। পশ্চিমা জগতের অত্যাধুনিক গবেষণা পদ্বতি ব্যবহার করে না-কি দেখা গেছে যে ওই ব্যবস্থা সঠিক।
|