মৌলভীবাজারে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিতদ্রব্য মুল্য লাফিয়ে উঠায় বেকায়দায় পড়া চা শ্রমিকদের মুজুরী বৃদ্ধির দাবীর প্রতি একত্মতামৌলভীবাজারে অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক এক সেমিনারে দ্রব্য মুল্য লাফিয়ে উঠায় বেকায়দায় পড়া চা শ্রমিকদের মুজুরী বৃদ্ধির দাবীর প্রতি একত্মতা ঘোষণা করা হয়। মানবাধিকার বিষয়ক সেমিনারে বর্তমানে মৌলভীবাজার জেলা সহ সারাদেশে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বক্তারা বলেন দুই বৎসর পর পর মজুরি বৃদ্ধির কথা থাকলেও সর্বশেষ ২০১৯ সালে স্বাক্ষরিত চুক্তির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ৩১শে ডিসেম্বর। তারপর এখনো মজুরি বৃদ্ধি হয়নি। সময়ক্ষেপণ করছেন মালিকপক্ষ উল্লেখ করে সেমিনারে অংশগ্রহনকারীগন এই বলে মন্তব্য করেন যে, দেশের বর্তমান পরিস্থিতিতে ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে চা শ্রমিকদের দৈনিক ১২০ টাকা মজুরি নিয়ে জীবনধারণ অসম্ভব হয়ে উঠেছে, এভাবে তাদের জীবন চলছে না। এজন্য তারা দৈনিক মজুরি নূন্যতম ৩০০ টাকা করার দাবি করে যাচ্ছেন। বার বার বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। যার কারণে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন, বিষয়টি অবশ্যই মানবিক। দেশের সামগ্রিক অর্থনীতিতে অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে চা-শ্রমিকরা দিশেহারা হয়ে পড়ছেন। বাস্তব অবস্থা বিবেচনায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তারা। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মানবাধিকার বিষয়ক উক্ত সেমিনার ও জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান গত বৃহস্পতিবার ১৮ আগষ্ট সংগঠনের সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব, ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী। সংগঠনের সাধারণ মোহাম্মদ রুহেল খান আশরাফুল ও সহ সাধারণ সম্পাদক শাহ রাজুল আলীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, পরিবেশ আন্দোলন(বাপার) আহবায়ক আ স ম সালেহ সুহেল, মৌলভীবাজার সদরের মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার সদরের প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ ফখরুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার খান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট শাহিনুল ইসলাম প্রমুখ। |