“স্বাধীনতা যুদ্ধে মৌলভীবাজার” গ্রন্থ প্রকাশনা উদযাপন পরিষদের আয়োজনে সোমবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার প্রেসক্লাবের আলোচনা সভা কক্ষে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি, খ্যাতিমান সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক “পূর্বদিক” সম্পাদক মুজাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজারের পৌর মেয়র মোঃ ফজলুর রহমান” বলেন, স্বাধীনতা যুদ্ধে মৌলভীবাজার বইয়ের লেখক-সাংবাদিক আমিনুর রশীদ(বাবর) মুক্তিযোদ্ধা পরিবার ও সাংবাদিক পরিবারের লোক।
|
মৌলভীবাজার থেকে প্রকাশিত প্রাচীন পত্রিকা সাপ্তাহিক “মুক্তকথা” বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ প্রকাশ করেছিলেন। বিশেষ অতিথি হয়ে বক্তব্য প্রদান করেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার “জামাল উদ্দিন”, বীর মুক্তিযোদ্ধা “মুজিবুর রহমান”, গ্রন্থের মূল আলোচক-সাংবাদিক সরওয়ার আহমদ, আওয়ামী লীগ নেতা সাইফুর রহমান বাবুল, প্রবীণ সাংবাদিক ও আইনজীবী নুরুল ইসলাম শেফুল, আইনজীবী ও পৌর কাউন্সিলর পার্থ সারথি পাল, মৌলভীবাজার
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত এবং স্বাগত বক্তব্য রাখেন, লেখক আমিনুর রশীদ বাবর। |