মৌলভীবাজারে নিরাপদ যানবাহন চাই নিযাচা’র সভাপতি রনি সাধারণ সম্পাদক রাজননিরাপদ যানবাহন চাই(নিযাচা) একটি অলাভজনক, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক শ্রমকল্যাণ সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিষ্টার অফ জয়েন স্টক কোম্পানী এন্ড বাংলাদেশ থেকে নিবন্ধন পায় সংগঠনটি ও রেজিষ্ট্রেশন নাম্বার-এস-১৩৭৮১/২০২২। তৃণমূল পর্যায় থেকে সারাদেশে নিরাপদ যানবাহন নিশ্চিত করার জন্য “নিরাপদ যানবাহন নিশ্চিত করা আমাদের কর্তব্য” এই বার্তা নিয়ে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে কাজ শুরু করে নিযাচা। বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২ইং, ‘নিযাচা’ কেন্দ্রীয় অফিস থেকে মৌলভীবাজার জেলা শাখায় নিযাচা কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রুহুল আলম রনি-কে সভাপতি ও রাজন আবেদীন রাজুকে সাধারণ সম্পাদক করে ২৯ বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
এছাড়াও, সহ-সভাপতি হাফেজ শেখ মুজাহিদুল ইসলাম, টিপু সুলতান খালেদ, মোঃ জুনেদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক তায়েফ আহমেদ, লাকী খান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম নাজমুল, উজ্জ্বল আহমেদ, প্রচার সম্পাদক জামিল আহমেদ, রবিন আহমেদ, অর্থ সম্পাদক সামাদ আহমেদ, দপ্তর সম্পাদক ইমরান আহমেদ ইমন,আইন বিষয়ক সম্পাদক শায়লা আক্তার লিসা, মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিনা আক্তার রেশমী, কার্যনির্বাহী সদস্য শ.ই সরকার জবলু, জিতু তালুকদার, শাহনেওয়াজ চৌধুরী সুমন, কবি জাবেদ ভুঁইয়া, রাজন আহমেদ, সদস্যবৃন্দ মোঃ কাসেম আহমেদ, মোনতাহা আক্তার সামছি, মিমি আক্তার তারিন, টিনা দেব প্রিয়া, সুয়েল আহমেদ, পাবেল আহমেদ, ইমরান খান, আলতাব আহমেদ। নবনির্বাচিত সভাপতি বলেন, আমাকে নিযাচা কমিটির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি করে আমার জেলায় কমিটি অনুমোদন দেয়ায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান মিলনকে ধন্যবাদ জানাচ্ছি। পথচারি ও চালকদের মাঝে লিফলেট বিতরণ, মটরসাইকেল চালকদের মাঝে মাথারক্ষক(হেলমেট) বিতরণ, নতুন শিক্ষিত চালক তৈরি করা, সচেতনতা বাড়াতে কর্মশালা, সমাবেশ, প্রচার, প্রশিক্ষণ, প্রচারপত্র, প্রাচীরপত্র(পোস্টার), কাপড়েতৈরী প্রচারপত্র(ফেস্টুন), হাতাবিশিষ্ট শক্তকাগজে লিখে প্রচারপত্র(প্ল্যাকার্ডস)এর মাধ্যমে সচেতনতা তৈরী করা ছাড়াও কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে পায়ে হেটে সেতু পার/সেতুর নিচদিয়ে পথ চলাচল, ‘জেব্রা ক্রসিং’ এবং অন্যান্য নিয়ম মানতে পথচারীদের সচেতন করতে মৌলভীবাজার জেলা কমিটি কাজ করে যাবে। |