মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন-৩ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাতে হেলেনা চৌধুরী ৩৮ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত নারী সদস্যা পদে ৭নং ওয়ার্ডে (কমলগঞ্জ উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭৮ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমি (বই) ৫২ ভোট পেয়েছেন এবং ৬নং ওয়ার্ডে (শ্রীমঙ্গল উপজেলা) হেলেনা চৌধুরী (ফুটবল) ৭২ ভোট ও তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী (বই) ৬০ ভোট পেয়েছেন।
ফুটবল প্রর্তিকে মোট ১৫০নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি বই প্রর্তিকে ১১২ ভোট পান।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে শান্তি পূর্ণভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে উভয় উপজেলার দুই উপজেলা পরিষদ,দুটি পৌরসভা,১৮ টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ভোট গ্রহনে অংশ গ্রহন করেন।
হেলেনা চৌধুরী শ্রীমঙ্গল উপজেলার শ্যামলী এলাকার কৃষি ব্যাংক কর্মজর্তা মো.শফিকুর রহমানের স্ত্রী। এর পূর্বে তিনি শ্রীমঙ্গল পৌরসভার মহিলা কাউন্সিলর,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।