মিসফাক আহমদ চৌধুরী মিশুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভার শুরুতে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। শোক সভা স্মারক থেকে মিসফাক আহমদ মিশুর সংক্ষিপ্ত জীবনপঞ্জি পাঠ করেন জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক সুকান্ত ভট্টাচার্য্য। শোক সভায় বক্তারা মিসফাক আহমদ মিশুর সংগ্রামী কর্মময় জীবনের নানাধিক আলোচনা করেন। বক্তারা বলেন, খুনি এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ঘাতক জামাত শিবিরের হত্যা খুনির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন, যোদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন, দূর্নীতি বৈষম্য অবসান করে সুশাসন ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় পূণর্জাগরন সংগঠিক করার সংগ্রামে, বাঙ্গালীয়ানার জাগরণের সংগ্রামে, বাঙ্গালী সংস্কৃতির চর্চা ও বিকাশে মিসফাক আহমদ মিশুর সংগ্রামী জীবন চিরস্বরনীয় হয়ে থাকবে।
|
শোক সভায় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গণতান্ত্রির পার্টির সভাপতি ব্যারিষ্টার আরশ আলী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসদ স্থায়ী কমিটির সদস্য নাদের চৌধুরী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য শামীম আখতার, সিপিবির জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির জেলা শাখার সভাপতি কমরেড সিকান্দর আলী, বাসদ জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী আন্দোলন জেলা শাখা সমন্বয়ক সুশান্ত সিংহ সুমন, জাসদ জেলা শাখার সদস্য মহি উদ্দিন আহমদ, জাসদ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী ইয়াহিয়া।
|