বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিন্দুরখান কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম, লেখক কলামিস্ট সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিদ, দৈনিক দেশ রূপান্তর সাংবাদিক আহমেদ এহসান সুমন,পৌরসভা যোগেন্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাফ উদ্দিন, পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা রাণী যাদব, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মো আব্দুল মালেক ও ডাচ্ বাংলা ব্যাংক কর্মকর্তা আব্দুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে ২৩৯ জনকে মেধা মূল্যায়ন সনদপত্র ও ৭৬ জন শিক্ষার্থীর মাঝে ক্যাস্ট তুলে দেয়া হয়।
এছাড়া শিক্ষা ও সামাজিক কাছে বিশেষ অবদান রাখায় কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. একরামুল কবীরকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলার ১৪ টি বিদ্যালয়ে ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
|