মুক্তকথা: রোববার, ২১শে আগষ্ট ২০১৬।। নিরবে নিভৃতে চলে গেল ১৯শে আগষ্ট। কোন ঘটা নেই, নেই কোন আড়ম্বরের অনুষ্ঠান। ছিল না জন্ম বার্ষিকীর বর্ণালী কোন আয়োজন। জীবন বাজি রেখে এরা আমাদের স্বাধীনতার জন্য আমরণ কাজ করে গেছেন সত্যিকার অর্থেই নিঃস্বার্থভাবে। স্বাধীনতার কারণেই যুদ্ধাপরাধী, নরহত্যাকারী, মৌলবাদী পাকিদালাল কুখ্যাত আল-বদর-রাজাকার ও সুবিধাবাদীদের হাতে অকালে জীবন দিতে হয়েছিল জাতির এই সূর্য্যসন্তানকে। আলবদর-রাজাকারেরা জানেনা এরা জাতির অমর সন্তান। জহির রায়হানদের ভুলে গেলে স্বাধীন জাতির অস্তিত্বকেই ভুলে যাওয়া হবে। এরা তাদের কর্মদিয়ে সকল মানুষের মনে যে স্থান করে নিয়েছে তা অনন্তকাল উজ্জ্বল উদ্ভাসিত হয়ে থাকবে। কোন রূপের তাবিজ-কবজই মানুষের মন থেকে এদের নাম মুছে দিতে পারবেনা।