ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন। রোববার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আব্দুল হক। সংবাদ সম্মেলনে তিনি ভূমির ক্রয় বিক্রয়, নামজারি, ই-সেবা ও অনলাইন সেবার উন্নতির দিক সাংবাদিকদের তুলে ধরেন।
এসময় সাংবাদিকগণ ভূমি সেবার উপর বিভিন্ন জটিলতা নিয়ে প্রশ্ন তুলেন। একই জমি দু’জনে খরিদ ও নামজারি বিষয়ক জিটিলতা নিয়ে, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদের এক প্রশ্নের জবাবে সদর উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি, সাদিয়া সুলতানা বলেন, এমন অভিযোগ আসলে দুজনের রেজিস্ট্রি দলিল বিশ্লেষণ করে প্রথম ক্রেতার নামজারি পাকাপোক্ত করতে ভূমি অফিস এগিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ শরীফ শরীফ উদ্দিন, সদর উপজেলা সহকারী কর্মকর্তা ভূমি সাদিয়া সুলতানা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মীর রাশেদুজ্জামান, সহকারী কমিশনার মোছাঃ মলি আক্তার।