শ্রীমঙ্গল কলেজ এর সামনে থেকে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবীতে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়কে স্মারকলিপি প্রদান করলো শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার(২৫ মে) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রীমঙ্গল সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল আমিন, দীপ্ত, নাফিসা, ফাহিম, হালিমা প্রমূখ শিক্ষার্থীরা এই স্মারকলিপি প্রদান করেছে।
শিক্ষার্থীগন স্মারকলিপিতে জাতীয় শিক্ষানীতি, জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সচেতনতার কথা উল্লেখ করে বলেন যে, দূর্গন্ধময় বিশাল এক ময়লা আবর্জনার স্তূপের পাশ দিয়ে প্রতিনিয়ত তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় এবং দুর্গন্ধ সহ্য করে শ্রেণীকক্ষে পাঠ নিতে হয়। এতে স্বাস্থ্যঝুঁকি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়ে আসছে বহুকাল ধরে। দূর্গন্ধ ও আবর্জনার বিষময় অবস্থার বিবরণ দিয়ে তারা আরও বলেন যে এর ফলে আশেপাশের পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করেই চলেছে। এ অবস্থা নিরসনে আজ অবধি দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষার্থীরা স্মারকলিপিতে তাদের হতাশার কথা ব্যক্ত করে জানান যে এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
তারা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও আবর্জনার ভাগাড়টি অপসারণের জন্য বিনয়ের সাথে জোর দাবি জানিয়েছেন।