1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংবিধান দিবস, নবীজন্মবার্ষিকী ও সমবায় দিবস - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

সংবিধান দিবস, নবীজন্মবার্ষিকী ও সমবায় দিবস

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ পড়া হয়েছে

কমলগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুর ১.৩০ঘটিকায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) মো: রইছ আল রেজুয়ান এর সভাপতিত্বে সভায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগমসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবী মোহাম্মদের মান-মর্যাদার উপর আলোচনায় বিশ্বাস শক্ত হয়

-হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বিশেষ সংবাদদাতা

আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি হুছামুদ্দীন চৌধুরী(ফুলতলী) বলেছেন, নবী মোহাম্মদের এর আলোকোজ্জ্বল মান-মর্যাদার আলোচনায় মুসলমানদের বিশ্বাস শক্তিশালী হয়। বিশ্বাসের মূলই হচ্ছেন নবী মুহাম্মাদুর। নবী মোহাম্মদের জন্ম আর সকলের মত ছিল না। তিনি সম্পূর্ণ পূতঃপবিত্রভাবে জন্মগ্রহণ করেছেন।

তিনি প্রশ্ন রেখে বলেন, কেউ যদি ৪০বছর পর থেকে শুধু নবী মোহাম্মদের জীবনভ্রমণকে গুরুত্ব দেন তাহলে ওখান থেকে অনেক কিছু জানার ও শেখার আছে।

শনিবার(২৮ অক্টোবর) বাদ জোহর বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে নবী মোহাম্মদের(সা.)জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী, দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রধান ইসলামী আইন বিশেষজ্ঞ মাওলানা ওসমান গনি সালেহী।

 

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ.কে.এম মনোওর আলী বলেন, যাদের অন্তর নবী প্রেমে ভরপুর হয় তারাই ঈদে মিলাদুন্নবী পালন করতে পারে। যাদের অন্তর খারাপ, যারা মুনাফিকিতে লিপ্ত থাকে, নবীর জন্মবার্ষিকীর নাম শুনলে তাদের চেহারা মলিন হয়। আমরা বর্তমানে নাজুক সময়ে বসবাস করছি। আমাদের বিশ্বাস, ইসলাম ও আল্লাহর বন্ধুকে নিয়ে হীন অপচেষ্টা চলছে। আমাদেরকে বিশ্বাস ও ধর্ম থেকে দূরে সরানোর জন্য সেই ইহুদি চক্রান্ত শুধু ফিলিস্তিনে নয়, বাংলাদেশেও বিরাজমান। বিভিন্নভাবে সেই চেষ্টা অব্যাহত আছে।

সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, আলহাজ এখলাছুর রহমান, আলহাজ বখতিয়ার হোসেন, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল আলিম, সহ সভাপতি মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, মাওলানা মুজিবুর রহমান মাদানী, সহ সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ ইউনুস আলী, মাওলানা ইসহাক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বশির আহমদ, সহ সাংগঠনকি সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা মুফতি রুহুল আমিন, মাওলান ফয়জুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা শফিকুল আলম সুহেল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, অফিস সম্পাদক মাওলানা ওহিদুজ্জামান, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, জেলা তালামীযের সভাপতি আলী রাব্বি রতন ও সাধারণ সম্পাদক মো. নাসির খান ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজী কবির আহমদ তালুকদার, মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা আব্দুর রহমান, মাস্টার নাজিম উদ্দিন, মাওলানা আব্দুল লতিফ, কাজী মাওলানা ফখরুল ইসলাম শিপলু বখশ, মাওলানা আবদুল কুদ্দুস নিজামী, শামসুদ্দোহা খান, মাওলানা হাফিজুর রহমান, শাহ জলিল প্রমুখ।

 

কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় কমলগঞ্জ উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে এবং বিভিন্ন সমবায় সমিতির সহযোগিতায় র‌্যালী, জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দুই জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

 

উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোস্তফা কামাল, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়া।

 

কমলগঞ্জে আল-ইসলাহ’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার সকাল দুপুরে উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী।

 

 

কমলগঞ্জ উপজেলা আনজুমানে আল ইসলাহ সভাপতি হাফিজ মাও: এম, এ, ওহাবেরর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাও: সারওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাও: এ, কে, এম মনোহর আলী, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাও: মুফতি মো: শামছুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাও: মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাও: এনামুল হক। অনুষ্ঠানে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT