এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে বৃহস্পতিবারে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন।
শপথ গ্রহনের দিন সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।
![]() |
সর্বশেষ মন্ত্রিসভার সদস্য সংখ্যা ছিল ৪৮ জন। সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন ২৫ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী।
এদের মধ্যে দু’জন বিশেষজ্ঞ মন্ত্রী এবং একজন বিশেষজ্ঞ প্রতিমন্ত্রী ছিলেন।
এবার সেখানে নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩৬ মন্ত্রী–প্রতিমন্ত্রী রয়েছেন। এদের মধ্যে দু’জন বিশেষজ্ঞ মন্ত্রী রয়েছেন।