লন্ডনে শত বাঙ্গালীর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত
‘আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি’
লন্ডনঃ
পূর্বলন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে হাজারো বাঙ্গালী নারী-পুরুষ সমবেত কণ্ঠে গাইলেন জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি।” সম্প্রিতির কনসার্ট শিরোনামে নারী সমাজের আয়োজনে ৯ সেপ্টেম্বর সোমবার লন্ডন সময় সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে ব্রিটেনের বিভিন্ন প্রান্থ থেকে হাজারও বাঙ্গালী সমবেত হন পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে।
ব্রিটেনের স্বনামখ্যাত কণ্ঠ শিল্পি হিমাংসু গোস্বামী, গৌরি চৌধুরী, উর্মি মাজহার, শাহ রুমি হক, শাহনাজ সুমি, পুষ্পিতা গুপ্তা ও অজয়ন্তা দেবরায় ও শর্শিলী চৌধুরীর নেতৃত্বে হাজারও মানুষের সমবেত কণ্ঠে ব্রিটেনের মাটিতে গাওয়া হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এসময় লন্ডনের আলতাব আলী পার্ক পরিনত হয় এক মিনি বাংলাদেশে। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত শেষে আগতরা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা ও সংবিধান রক্ষার শপথ নেন।