মেধায় স্থান পাওয়া শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার
৫ শিক্ষার্থী ওমরাহ পুরস্কার পেলেন
মৌলভীবাজার শ্রীমঙ্গলের জামেয়া বরুণা মাদরাসার ৫ শিক্ষার্থী পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়ায় পুরস্কার হিসেবে পেলেন ওমরাহ হজ্জ করার সুযোগ। শ্রীমঙ্গলের জামেয়া বরুণা মাদরাসার কৃতি এই শিক্ষার্থীরা মাদরাসার পক্ষ থেকে পুরস্কার হিসেবে এই সুযোগ পেলেন।
ওমরা পুরস্কার পাওয়া সৌভাগ্যবানরা হলেন মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী হাফেজ শিহাবুদ্দীন, মাহদী হাসান খান, আব্দুল্লাহ আল আরশাদ, রশিদ আহমদ ও আতাউর রহমান। গত ৮ অক্টোবর বরুণা মাদরাসার সহকারী শিক্ষা সচিব মাও. আব্দুর রহমান শরীফপুরীর তত্বাবধানে ওমরাহ পালনের উদ্দেশ্যে রওয়ান করেন মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা।
মৌলভীবাজার শ্রীমঙ্গলের জামেয়া বরুণা মাদরাসার ছাত্র হাফেজ শিহাব উদ্দীন গত বছর মিশকাত জামাতে বেফাক বোর্ডে পরীক্ষা দিয়ে ১৮তম সিরিয়াল অর্জন করে। হাফেজ শিহাব টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের মাওলানা আব্দুস সামাদের ছেলে। নাহবেমীর ক্লাসে ১২তম সিরিয়াল অর্জন করে, মৌলভীবাজার রাজনগরের আতাউর রহমান। মিশকাত জামাতে ১০তম সিরিয়াল অর্জন করে রশিদ আহমদ। হাইআতুল উলিয়ায় ৩৩তম সিরিয়াল অর্জন করে আব্দুল্লাহ আল আরশাদ।
শিক্ষার্থীদের এমন ফলাফলে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বরুণা মাদরাসার মাওলানা শেখ নূরে আলম হামিদী এবং প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ হাদী আলম হামিদী।