ফোনে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার নির্দেশ দিলেন শেখ হাসিনা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাওয়া শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তার এ ফোনালাপ সাধারণ মানুষের মাঝে বেশ আলাপ-আলোচনার জন্ম দিয়েছে। ওই ফোনালাপে দেখা যায় তিনি ভারতে বসে ফোনের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের দু’মাস অপেক্ষা করার কথা বলছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত সোমবার তার এই ফোনালাপটি প্রচুর শ্রোতা-দর্শকের জানার ও শুনার সুযোগ হয়। ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতোই একজনকে আলাপ করতে শোনা যায়।
ফোনালাপের অপর প্রান্তে ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাকিল আলম বুলবুল। ওই ফোনালাপের সূত্র ধরে রাজনৈতিক-সংশ্লিষ্টরা বলছেন, ভারতে বসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মনোবল ঠিক রাখতে শেখ হাসিনা এসব কথা বলেছেন। এছাড়া দলীয় নেতা-কর্মীদের যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও নির্দেশনা দিয়েছেন তিনি।
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কথা ওই ফোনালাপেই শেখ হাসিনাকে বলতে শোনা যায।