ইতিহাসের নজিরবিহীন কালোঅধ্যায়
১৯৭৫ এর ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে
জাতীয় চার নেতা হত্যাকাণ্ড
গেলো রোববার ৩নভেম্বর সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে একটি হল রুমে ‘৩ নভেম্বর ১৯৭৫ ফাউন্ডেশন ইউকে’র’ উদ্যোগে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতাহত্যাকাণ্ড ইতিহাসের নজিরবিহীন কালো অধ্যায় যা জাতি চিরদিন মনে রাখবে। এর সাথে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার না হওয়া পর্যন্ত তাঁদের আত্মা শান্তি পাবেনা।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারা অভ্যন্তরে জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীনআহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে বঙ্গবন্ধুর হত্যাকারীরা গুলি করে হত্যা করেছিল। তারা সবাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে একাত্তর সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকাকেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড ছিল দৃষ্টান্তহীন।
আজ আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সেই চার জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।
সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ডক্টর আনসার আহমেদ উল্লাহ, শাহাব উদ্দিন চঞ্চল, ইয়াসমিন সুলতানা পলিন, ইউকে বিডি টিভির চেয়ারম্যান জনাব মকিস মনসুর, মোঃ আনা মিয়া, নাট্যকর্মী স্বাধিন খসরু, মোঃমনিরুজ্জামান, আব্দুল হান্নান, জলিল চৌধুরী, আবু ইউসুফ লিক্সন, ফজলুল হক, আব্দুল শহিদ, রাসিক মিয়া, সিরাজ মিয়া, বঙ্গবন্ধুসাংস্কৃতিক গোস্টী নিউপোর্ট শাখার সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার সহ অনেকে। সভায় বক্তারা দেশের বর্তমান বিশৃঙ্খল পরিস্তিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিচারহীনতা এবং দেশে চলমান হিংসা ও প্রতিশোধ প্রবণ মনোভাবের ব্যাপক বিস্তৃতিতে উদ্বেগপ্রকাশ ও এর তীব্র নিন্দা জানান।
লন্ডনঃ মানবতার ফেরিওয়ালা খ্যাত হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর সংসদীয় আসনের সদ্য-সাবেক এমপি, তরুণ প্রজন্মের প্রতিক, ব্যরিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে লন্ডনে প্রতিবাদ সভা করেছে ব্রিটেনে বসবাসরত চুনারুঘাট-মাধবপুরের সর্বস্থরের প্রবাসীরা।
গেল ৩০ অক্টোবর লন্ডন সময় সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ব্রিকলেনের আমার গাঁও রেষ্টুরেন্টে চুনারুঘাট-মাধবপুর উপজেলার ইউকেপ্রবাসীদের উদ্যোগে ৮০-৯০ দশকের সাবেক ছাত্রনেতা সেলিম রেজার সভাপতিত্বে ও বিশিষ্ট কমিউনিটি নেতা আনিস খোকনেরপরিচালনায় অনুষ্ঠিত সভায় ব্যারিষ্টার সুমনের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন চুনারুঘাট ডেভেলপমেন্ট সোসাইটি ইউকেরসাধারন সম্পাদক মোমিন আলী, ব্যরিস্টার সুমনের বড় ভাই সৈয়দ সোহাগ হক, মোতাকাব্বির হারুন, আব্দুস ছালাম, আব্দুল মোনিমসোহেল, সৈয়দ নাজমুল তুহিন, সাইফুল ওয়াদুদ মামুন, সাজ্জাত খান রুহিত, সাইফুল ইসলাম, মিজানুর রহমান রাসেল, আলআমিনআহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুমন একজন ভাল মানুষ, তাঁকে প্রতিহিংসা মুলক মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানী করা হচ্ছে। বক্তাগণবাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ব্যারিষ্টার সুমন এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীজানান । বক্তারার বলেন অন্যতায় দেশে-বিদেশে ব্যারিষ্টার সুমনের কোটি কোটি সমর্থক ও শুভাকাঙ্খীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেবাধ্য হবে।