মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান
মুক্তকথা মৌলভীবাজার দফতর থেকে: বুধবার, ১৯শে অক্টোবর ২০১৬।। মৌলভীবাজারে ভ্রাম্যমান আদালত অভিযান শুরু করেছে। সোমবার দুপুরে পৃথক দুটি অভিযানে নের্তৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বর্ণালী পাল ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিয়া সুলতানা। আদালত সূত্র জানায়, শহরের শ্রীমঙ্গল রোডস্থ বাসট্যান্ড এলাকায় মেয়াদ উর্থীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ড্রাগ এক্ট ১৯৪০ এর ১৮ এর ক ধারায় ফার্মেসীর মালিক রাসেল খাঁনকে ৫ হাজার টাকা জরিমানা, একই অপরাধে আইডিয়েল ফার্মেসীর কনক ভট্রাচার্য্যকে ৮ হাজার টাকা জরিমনা করেন আদালত। এদিকে অপর অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা লর্ড ফার্মেসীকে ৩ হাজার টাকা ও নোংরা পরিবেশে ভেজাল রং মিশিয়ে আইসক্রীম তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৪২ ধারায় ইয়াসমীন আইসক্রীম ফ্যাক্টরীর ম্যানাজারকে জরিমানা করা হয়।