‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে
সাধারণ জ্ঞান প্রতিযোগীতা
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গত ১ ডিসেম্বর তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস রাজুর তত্ত্বাবধানে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক সুবিনয় দাশ, সহকারী শিক্ষিকা আভা রাণী দাশ, সহকারী শিক্ষিকা রাশেদা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতন।
উল্লেখ্য যে, এবছর সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় মোট ৭১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। উল্লেখ্য যে, প্রতি ক্লাস থেকে ৫জন করে মোট ১৫জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হবে।