‘মৌলবীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম’এর
মতবিনিময়
গতকাল সোমবার ২ ডিসেম্বর, মৌলবীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাজ্য এক মতবিনিময় সভার আয়োজন করে। লণ্ডনের কেমডেন শহরের ড্রুমণ্ড স্ট্রীটের “রবিশঙ্কর” রেঁস্তোরায় আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহীন আহমদ ও সম্বর্ধিত অতিথি ছিলেন মৌলবীবাজারের আশির দশকের সংগ্রামী ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)এর জাতীয় কমিটির সদস্য কেনাডা প্রবাসী জনাব ফয়সল আহমদ চৌধুরী। জনাব ফয়সলের লণ্ডন সফর উপলক্ষে ‘মৌলবীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম’ এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় বক্তাগন বলেন, নব্য বিএনপি নয় বরং দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম থেকে গড়ে উঠা তৃণমূল পর্যায় পর্যন্ত পরীক্ষিত নেতৃত্বকে সামনে রেখে আগামী কর্মসূচী প্রণয়ন করতে হবে। পালিয়ে যাওয়া স্বৈরাচারের ষোল বছরের দেশ বিধ্বংসী রাজনীতির পথ অবশ্যই আমাদের পরিহার করে নতুন উদ্দীপনায় জাতীয় ঐক্যের পথ দেখিয়ে আমাদের অগ্রসর হতেই হবে। ব্যক্তিবিশেষের চরিত্রে বিদ্যমান স্বৈরাচারী মনোভাবের আমূল পরিবর্তন করে সত্যিকার অর্থে দেশ ও মানুষের কল্যাণী চিন্তা নিয়ে ৩১দফার ভিত্তিতে গোটা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
শাহ সায়ফুল আক্তার লিখন-এর সভাপতিত্বে ও রাসেল এবং আব্দুল জলিল চৌধুরী খোকনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বজনাব আব্দুস শহীদ, শফিক আহমদ, শাহীন আহমদ, মুহিদ আহমদ, স্বপন আহমদ, শিপু আহমদ, মাহফুজ আহমদ ও জামাল আহমদ।
মহান বিজয় দিবসকে সামনে রেখে
‘হৃদয়ে ৭১’-এর পরামর্শ সভা
মতিয়ার চৌধুরী
জাতীয়তাবাদের ভিত্তিতে মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষন করে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের শপথনিয়ে অনুষ্ঠিত হলো হৃদয়ে ৭১(71@HEART)-এর এক পরামর্শ সভা।
গেল সোমবার(২৫ নভেম্বর) বিকালে পূর্বলন্ডনের একটি কমিউনিটিহলে ব্রিটেনের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, পেশজীবি, মুক্তিযোদ্ধা তথা সমগ্র প্রবাসী বাঙ্গালীদের নিয়ে গঠিত “হৃদয়ে ৭১”-এর আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্টিত হয়। সভায় শুরুতেই বিশিষ্ট কমিনিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান উপস্থিত সকলকে স্বাগত জানান এবং হৃদয়ে ৭১-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে নাতিদীর্ঘ স্বাগত বক্তব্য রাখেন। দেওয়ান গৌস সুলতান বলেন,“ ৩০ লক্ষ শহীদের রক্তদান ও তিন লক্ষাধিক বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বপ্নের সোনার বাংলা আজ মহা সংকটের মধ্য দিয়ে দিন যাপনকরছে। একটি সমৃদ্ধ দেশ গড়াই আমাদের স্বপ্ন। আমাদের লাল সবুজের এ পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত আমরা কোনভাবে এসবগৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ম্লান হতে দিতে পারিনা।
আমাদের উদ্দেশ্য পরিস্কার – বাংলাদেশের গৌরবময় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষন ও ধারন করে আমরা অগ্রসর হতে চাই। “বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতানের সঞ্চালনায় সভায় বিভিন্ন শ্রেনী পেশার গুনিজন বিভিন্ন সুপরামর্শ ও গঠনমূলক বক্তব্য দিয়ে প্রবাসীদের এই মঞ্চটিকে গতিশীল ও শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরামর্শ সভায় বক্তব্য রাখেন ডক্টর রোয়াব উদ্দীন, ডক্টরআজিজুল আম্বিয়া, রাবেয়া জামান জোস্না, অ্যাডভোকেট মুজিবুর হক মনি, মুর্শিদ উদ্দীন আহমদ, কাউন্সিলার শাম ইসলাম, কাউন্সিলার শেরওয়ান চৌধুরী, আবু হোসেন, ধনন্জয় পাল, ভিপি আবদুর রাজ্জাক মোল্লা, নজরুল ইসলাম ওকিব, শাহাব আহমদ বাচ্চু, হারাধনভৌমিক, আলীমুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ইনামুল হক, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান , শাহাদাত আলী সুমিম, লিপি ফেরদৌসী, জলিল চৌধুরী, ব্যারিষ্টার মনিরুজ্জামান, মিফাতুল নুর, লিপি হালদার, শামসুর সুমেল, এডভোকেট শাহ ফারুক আহমদ প্রমুখ।
লন্ডনে ফিলিস্তিন মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়
আনসার আহমেদ উল্লাহ
আয়োজকরা জানিয়েছেন, অন্তত ১২৫,০০০ বিক্ষোভকারী ব্রিটেনকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার এবং গাজাও লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানাতে গত ৩০ নভেম্বর শনিবার লন্ডনের রাস্তায় কয়েক হাজারমানুষ মিছিল করেছে, যা অবরুদ্ধ গাজায় প্রায় ৪৫,০০০ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। পার্ক লেন থেকে শুরু করে, বিক্ষোভকারীরা ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিসের সামনে হোয়াইটহলে তাদের বিক্ষোভশেষ করে।
সমাবেশে বক্তব্য রাখেন ফিলিস্তিনি কর্মীরা, গাজায় পরিচালিত বিশিষ্ট এনজিও এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা তারা ব্রিটেনকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায়।
বক্তাদের মধ্যে আহমেদ মোখাল্লালাতি প্যালেস্টাইনি ডাক্তার, যিনি রক্তপাত বন্ধ করার জন্য মানবিক হস্তক্ষেপের জন্যব্রিটিশ সরকারকে অনুরোধ করেন। “ইতিহাস যেমন দেখায়, গণহত্যা, জাতিগত নির্মূল এবং নৃশংস আগ্রাসন কোনোদখলকে টিকিয়ে রাখে না। বিপরীতে, যত বেশি শক্তি প্রয়োগ করা হয়, তত কম কার্যকর হয়, শেষ পর্যন্ত এই ধরনেরনিপীড়ক শাসনের পতন ত্বরান্বিত করে,” মোখল্লালতি বিক্ষোভকারীদের বলেন।
শনিবারের মিছিলের আয়োজকদের মধ্যে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন, স্টপ দ্য ওয়ার কোয়ালিশন এবংপারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচারণা অন্তর্ভুক্ত ছিল। ‘বেঙ্গলিস ফর প্যালেস্টাইন’ একটি দলকে নেতৃত্ব দেয় যার মধ্যেছিলেন নুরউদ্দিন আহমেদ, রাজনউদ্দিন জালাল, জাভেদ আখতার, সয়ফুল আলম, শফিক আহমেদ, শহীদ আলী এবংআবুল হোসেন।