এবার অজানায় পাড়ি জমালেন
বীর মুক্তিযোদ্ধা আজিবুর রহমান
সময়ের সাহসী সন্তান, মুজিব বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা আজিবুর রহমান সুইডেনে নিজ বাসভবনে গত ৬ই ডিসেম্বর ২০২৪ইং রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(আমরা মহান স্রষ্টার এবং তার কাছেই ফিরে যাবো)। তিনি দীর্ঘদিন যাবৎ বহুমূত্র রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তার জীবনঘনিষ্ট বন্ধু সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু জানান গত ৬ ডিসেম্বর’২৪ইং রাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় আজিবুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরও জানান জীবনের শেষ পর্যায়ে আজিবুর রহমান আত্মীয়-স্বজন প্রায় সকলের কাছ থেকেই কোন এক অজানা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। লণ্ডনে অবস্থানরত তার ভ্রাতুস্পুত্র জয়নায় আবেদীনও একই তথ্য দেন।
মৌলবীবাজার সদরের উমরপুর পীরের বাড়ীর এ কৃতিসন্তান বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আজিবুর রহমান ১৯৭৭সালে দেশ ছেড়ে সুইডেনে চলে যান এবং সেখানেই শেষ আবাস গড়ে তোলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ২মেয়ে সহ বহু গুণগ্রাহী ও বন্ধু-বান্ধব রেখে গেছেন।
আগামী ১৩ই ডিসেম্বর শুক্রবার যোহর নামাজের পর সুইডেনের উপছালা মসজিদে তার যানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সুইডেনেই তাকে সমাহিত করা হবে বলে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু জানিয়েছেন।