প্রধান অতিথি জামাতের আমীর ডাঃ শফিকুর রহমান
স্বাধীনতার ৫৪বছরে এই প্রথম জামাত কর্মী সম্মেলন
স্বাধীনতা পরবর্তী প্রায় অর্ধশতাব্দী পর প্রকাশ্যে জনসভার মধ্যদিয়ে জামাত আমীরের উপস্থিতিতে জেলার প্রাণকেন্দ্রে কর্মী সম্মেলন এটাই প্রথম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আগামী ২১ ডিসেম্বর মৌলভীবাজার জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী জানান, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেবেন এড. এহসানুল মাহবুব জুবায়ের- সহকারী সাধারণ সম্পাদক, মোহাম্মদ সেলিম উদ্দিন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমীর- ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদ ফখরুল ইসলাম- কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও আমীর সিলেট মহানগরী; মাওলানা হাবিবুর রহমান কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও আমীর সিলেট জেলা।
জেলার সাতটি উপজেলার নেতাকর্মীরা সম্মেলনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন। কর্মী সম্মেলনকে সফল করার জন্য সকল উপজেলায় ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। জেলা শহরসহ সবকটি উপজেলায় প্রতিদিন প্রচার মিছিল বের করছে দলটি ও তার সহযোগী সংগঠন।
জেলা জামায়াত সেক্রেটারি আরো জানান, কর্মী সম্মেলনে অর্ধ্ব লক্ষ উপস্থিতির লক্ষ্যমাত্রা নিয়ে কর্মীরা কাজ করে যাচ্ছেন। মাঠের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। এছাড়া সাংগঠনিক স্বেচ্ছাসেবকরা ও সভার শৃংখলায় নিয়োজিত থাকবে।
সম্মেলনে পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থাও থাকবে। সম্মেলনে রয়েছে মহিলাদের জন্য বিশেষ বসার ব্যবস্থা। প্রবাস থেকে সম্মেলনের বক্তব্য শোনার জন্য থাকছে অন্তর্জাল প্রচারণার পরিবেশনা। বিশাল মাঠের পশ্চিম প্রান্তে পূর্বমুখি করে তৈরি হচ্ছে মঞ্চ। সামনে থাকবে বিশাল চাদোয়া আচ্ছাদিত সভামণ্ডপ। সভামণ্ডপের পূর্ব দিকে থাকবে প্রধান প্রবেশপথ। মাঠের দক্ষিণে পানি ও শৌচাগার বিভাগ, পূর্ব উত্তর দিকে থাকবে চিকিৎসা সেবা ও প্রকাশনা বিভাগের পতাকা সম্বলিত মঞ্চ।
কর্মী সম্মেলন শেষে জামায়াত আমীর স্থানীয় সুধীবৃন্দ, পেশাজীবী ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এছাড়া বন্ধু মহলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে কর্মীসভায়। জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী কর্মী সম্মেলনকে সফল করার জন্য সকল মহলকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।