1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

বিলেতে বাঙ্গালী…

লণ্ডন সংবাদদাতা॥
  • প্রকাশকাল : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮ পড়া হয়েছে

‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ যুক্তরাজ্য কমিটির সম্মেলন
সৈয়দ এনাম সভাপতি, জুয়েল রাজ সম্পাদক

গত ৪ জানুয়ারী লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সন্মেলনে সৈয়দ এনাম ইসলামকে সভাপতি, জুয়েল রাজকে সাধারণ সম্পাদক ও এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে সংগঠনের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনের প্রথম পর্বে বিগত কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশার স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক মুনিরা পারভীন প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে গত বছরের বিস্তারিত তুলে ধরেন। আর্থিক বিবরনী তুলে ধরেন এনামুল হক।

সম্মেলনে বক্তব্য রাখেন, উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, প্রবাসে মুক্তিযুদ্বের সংগঠক মাহমুদ এ রউফ, ও হামিদ মোহাম্মদ, সহ সভাপতি হরমুজ আলী ও কেন্দ্রীয় নেতা আনসার আহমেদ উল্লাহ, সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান, জামাল আহমেদ খান, মকিস মনসুর , নাজমা হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল রাজ, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, নির্বাহী সদস্য নূরউদ্দীন আহমেদ, জেসমিন চৌধুরী ।

হরমুজ আলী তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরের আন্দোলন আর বর্তমানের আন্দোলন সম্পূর্ণ ভীন্ন। এবারের যুদ্ধটা আলাদা, তাই এমন নেতৃত্ব নিয়ে আসতে হবে যারা এই যুদ্ধটা স্বপ্রণোদিত হয়ে নেতৃত্ব দিবেন। জেসমিন চৌধুরী বলেন, আমাদের ৭১ চেতনা বলেন কিংবা ১৯৭২ এর সংবিধানের প্রতি বিশ্বাস থেকেই আমি সংশ্লিষ্ট হয়েছিলাম। এখন সময় নতুন প্রজন্মকে আমাদের সাথে শরিক করতে হবে। নতুন কমিটি আমাদের সেই প্র‍্যতাশা পূরণ করবে। সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান বলেন, আমরা জানি কেন বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে আমরা জানি, বাংলাদেশ থেকে ১৯৭১, মুক্তিযুদ্ধ এই সব মুছে দিতে চাইছে।

উপদেষ্টা পরিষদের সভাপতি এম এ রউফ বলেন, যুদ্ধ করে একবার বাংলাদেশ স্বাধীন করেছি, এরপরে কেন আমরা আবার যুদ্ধ করব? আগে আমাদের আত্মসমালোচনা করতে হবে। মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান বলেন, আমাদের কে হাল ছেড়ে দিলে হবে না। আমাদের স্বাধীনতা বিপন্ন , মুক্তিযুদ্ধ, জাতির জনক, সংবিধান সবই বিপন্ন । শুধু আত্মসমালোচনা করলে হবে না। নতুন করে আমাদের ভাবতে হবে। এই অপশক্তিকে রুখে দিতে হবে। যারা নতুন নেতৃত্বে আসবে তারা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিকে বড় পরিসরে নেতৃত্ব দিবে ।শাহ মুস্তাফিজুর রহমান বেলাল বলেন, আমরা তো যুদ্ধেই আছি , এবার যেন আমরা শত্রু মিত্র চিনতে ভুল না করি।

দ্বিতীয় পর্বে গত কমিটি বিলুপ্ত করে, সর্ব সন্মতি ক্রমে সৈয়দ এনাম ইসলামকে সভাপতি, জুয়েল রাজকে সাধারণ সম্পাদক ও এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।



 

“গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে”এর উদ্দোগে
বাংলাদেশের মহাণ বিজয় দিবস পালিত

সংবাদ পরিবেশক শেখ নুরুল ইসলাম

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওন এর উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল, ও মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনারে গত ২৯ শে ডিসেম্বর রোববার এক আলোচনা সভার মাধ্যমে বাংলাদেশের ৫৪ তম মহাণ বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর মুজিবুর রহমান মুজিব এর সভাপতিত্বে এবং সংগঠনের নিউপোট শাখার কনভেনর ফয়ছল রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।

 

বিশেষ অতিথি হিসেবে কার্ডিফের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক, সংগঠনের অন্যতম উপদেষ্টা কমিউনিটি ব্যাক্তিত্ব মাসুদ আহমেদ, ভিপি সেলিম আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ শাফি কাদির, কেন্দ্রীয় দফতর সম্পাদক শেখ আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েলস এর যুগ্ম কনভেনর আলহাজ্ব আসাদ মিয়া, যুগ্ম কনভেনর ইউসুফ খান জিমি, নিউপোট এর যুগ্ম কনভেনর নুরুল ইসলাম, মাহমুদ আলী, রাসেল আহমদ, নুরুল আলম, তমসির আলী, আফরাজ আহমেদ, শেখ রায়হান, বদরুল হক মনসুর, ইমরান মিয়া, বেলাল আহমেদ, হারুন মিয়া বেলাল খান, ইমরান হোসেন, মোহাম্মদ ফয়ছল মনসুর ও যুবেদুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা এ দিনটি বাঙালি জাতির বিশাল অর্জন ও গৌরবের উল্লেখ করে বলেন যাদের কারণে আমরা লাল বৃত্ত সবুজ পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে একেকজন রাষ্ট্রদূত হিসাবে আমরা বাংলাদেশের পতাকা বহন করে চলছি, সেই সব বীরদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা সহ সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা করছি।

এদিকে কমিউনিটির জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্টজনদের সাথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কো- কনভেনর বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল যুগ্ম কনভেনর তাজুল ইসলাম, সৈয়দ সায়েম করিম, গিয়াসউদ্দিন, আব্দুর রহিম রনজু ফজলুল মিয়া, শেখ নুরুল ইসলাম ও মোহাম্মদ বদরুল হক মনসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালে চ্যানেল এস’র নিজস্ব ভবনে বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস পালন ও চ্যানেল এস-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিলকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT