মুক্তকথা: মঙ্গলবার, ২৫শে অক্টোবর ২০১৬।। ভারতে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মঞ্চে নাচের সময় শেষ নিঃশ্বাস ফেললেন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ও মরাঠি অভিনেত্রী অশ্বিনী একবোড়ে। রবিবার সন্ধ্যায় পুণের ভারত নাট্যমন্দিরে নাচের অনুষ্ঠান করছিলেন বছর চুয়াল্লিশের এই শিল্পী। নাচের অনুষ্ঠান শেষ হতে না হতেই তিনি মঞ্চে পড়ে যান।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রের খবর, নাচের সময় হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন অশ্বিনী। তাঁর স্বামী ও এক ছেলে রয়েছে। এমন প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া মারাঠি চলচ্চিত্র ও থিয়েটার জগতে।
বেশ কিছু মরাঠি ছবিতে অভিনয়ও করেছেন অশ্বিনী। আঞ্চলিক ভাষার কয়েকটি ধারাবাহিকেও তিনি অভিনয় করেছিলেন। তবে এ সবের থেকেও নাচের প্রতি তাঁর আলাদা একটা টান ছিল। ভরতনাট্যম শিখেছিলেন। তাই অভিনয়ে এলেও সেই নাচটাকে কখনওই ভোলেননি। (খন্দকার মোহিতুল ইসলামের ফেইচবুক থেকে)