মৌলভীবাজারে অপারেশন ডেভিলহান্ট।
আরও গ্রেপ্তার ৪৪
সারা দেশের ন্যায় মৌলভীবাজারে ও চলছে অপারেশন ডেভিল হান্ট। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারাদেশে একযোগে পরিচালিত হচ্ছে এ অপারেশন। বিশেষ এই অভিযানের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। উল্লেখ্য, ইতিপূর্বে বিগত ১১ ফেব্রুয়ারী পর্যন্ত গ্রেপ্তার করা হয় মোট ৪৪জন নেতাকর্মীকে। জেলার পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন একটি সংবাদ মাধ্যমকে এ গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত নেতা-কর্মিরা হলেন- মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর ও কালাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।