বাংলা নতুন বছরের অনুষ্ঠান দিয়ে শুরু হতে যাচ্ছে
“মুক্তকলি”র আন্তর্জাতিক ভাষার পাঠদান।
কেমডেন বাঙ্গালী রেসিডেন্টস এসোসিয়েশনের এক সভায় সিদ্ধান্ত হয়েছে আসন্ন মে মাসের মধ্যে বাংলা নতুন বছরের ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে “মুক্তকলি” সম্পূরক পাঠশালার পাঠদানের কার্যক্রম।
![]() |
রাজধানী লণ্ডনের কেমডেন শহরের ‘শিপটন হাউস’-এ আজ ২১ এপ্রিল বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত এ সভায় উপরোক্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যবসায়ী রাজনীতিক ও সমাজকর্মী আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় এডভোকেট সাংবাদিক হারুনূর রশীদের সভাপতিত্বে উক্ত সভায় আগামী ১৮মে রোববার বাংলা নতুন বছরের অনুষ্টানের মধ্যদিয়ে ২৪মে শনিবার থেকে শুরু হবে আন্তর্জাতিক ভাষা শিক্ষার পাঠদান।
বিভিন্ন আলোচ্য বিষয়ে অংশ গ্রহন করেন নাহিম আহমদ, মৃণাল সেনগুপ্ত, আব্দুল ওয়াহিদ, ফারুখ বক্স, ফকরুল ইসলাম খসরু ও আবিজা আক্তার।