1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আলতাব আলী দিবস ও মে দিবস পালন - মুক্তকথা
বুধবার, ২১ মে ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

আলতাব আলী দিবস ও মে দিবস পালন

আনসার আহমেদ উল্লাহ॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১১ পড়া হয়েছে

পূর্ব লন্ডনে শহীদ মিনার প্রাঙ্গণে আলতাব আলী দিবস পালিত


 

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার বেদীতে ফুলের শ্রদ্ধার্ঘ অর্পণ মাধ্যমে আলতাব আলী দিবস পালিত হয়েছে । গত রবিবার, ৪ঠা মে ২০২৫, পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে বাঙালি যুবক আলতাব আলীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এ অনুষ্ঠানটি হয়।

শহীদ মিনারে পাশে এডলার স্টিটে ১৯৭৮ সালে বর্ণবাদী হামলায় নিহত বাঙালি যুবক আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানান টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কেবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ, কেবিনেট মেম্বার কামরুল হোসেন, কেবিনেট মেম্বার সাবেক স্পিকার শাফি আহমেদ ও বাংলাদেশ হাইকমিশনের পক্ষে প্রেস মিনিস্ট্রার আকবর হুসেন। অন্যান্যের মধ্যে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন আলতাব আলী মেমরিয়াল ট্রাস্ট ও আলতাব আলী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, কমিউনিটি এক্টিভিস্ট ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের পর আলতাব আলীর স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠিত স্বরণসভা পরিচালনা করেন কেবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসাইন মুন্না।

এতে আলতাব আলী স্বরণে বক্তব্য রাখেন কেবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ, কেবিনেট মেম্বার শাফি আহমেদ, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি প্রেস মিনিস্ট্রার আকবর হুসেন, আলতাব আলী ফাউন্ডেশনের আশরাফ মাহমুদ নেসওয়ার, আলতাব আলী মেমরিয়াল ট্রাস্টের পক্ষে হামিদা ইদ্রীস, জুয়িশ সোসালিষ্ট গ্রুপের ডেভিড রোসেনবার্গ ও স্ট্যান্ড উপ টু রেসিজম এর শিলা ম্যাকগ্রেগর সহ আরো অনেকে।

পরে সন্ধ্যায়, স্থানীয় ব্রাডি সেন্টারে ‘নিজোর মানুষ’ কর্তৃক পরিচালিত “প্রোটেস্ট অ্যাক্রস দ্য জেনারেশনস” শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সালওয়া রহমানের উপস্থাপনা এবং ড. ফাতেমা রোজিনার সঞ্চালনায়, আলতাব আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ; বাংলাদেশী-ব্রিটিশ শিল্পী তাসনিম আমিন সিদ্দিকা এবং বাংলাদেশ ইয়ুথ মোভমেন্টের প্রতিষ্ঠাতা রাজন উদ্দিন জালালের আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনায় ব্রিটিশ বাঙালি এবং বৃহত্তর বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে প্রতিবাদের বিবর্তন, ঐতিহাসিক মাইলফলক এবং বর্তমান সময়ের প্রতিবাদের কার্যকারিতা অন্বেষণ করেন।

উল্লেখ্য আলতাব আলী, পেশায় তিনি একজন বস্ত্র শ্রমিক, ১৯৭৮ সালের ৪ঠা মে বৃহস্পতিবার, সন্ধ্যা অণুমানিক ৭.৩০ মিনিট কাজ শেষে হানবারি স্টিট থেকে ওয়াপিং বাসস্থানে ফেরার পথে পূর্ব লন্ডনের এডলার স্ট্রিটে বর্ণবাদীদের হাতে খুন হন। তার মৃত্যুর পর লন্ডনের বাঙালি সম্প্রদায় বর্ণবাদবিরোধী প্রতিবাদে নামেন। প্রশাসনের তরফে আলতাব আলীর তিন হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়। বিচারের পরে আদালত ১৯৭৯ সালের জানুয়ারি মাসে এদের একজনকে ছুরিকাঘাতের জন্যে সাত বছরের জেল এবং বাকি দুইজনকে সাহায্য করার জন্যে তিন বছর করে জেল দেয়।

এরপর থেকে ১৯৯৮ সালে আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বলন্ডনের এডলার স্টিটের পাশে সেন্টমেরী পার্ক যেখানে আলতাব আলীকে খুন করা হয়েছিল, সেই পার্ককে আনুষ্ঠানিকভাবে আলতাব আলী পার্ক হিসেবে নামান্তর করা হয়। আলতাব আলীর বাড়ি বাংলাদেশের সুনামগন্জ জেলার ছাতক উপজেলায়।


 

পূর্ব লন্ডনে মে দিবস পালিত

 

গত ৩রা মে পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে ইস্ট এন্ড মে ডে রেলি২০২৫ অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য এবংবাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাজ্য সংসদ। উল্লেখ্য, বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য বিগত ৯ বছরধরে ধারাবাহিকভাবে এই মহান মে দিবসের অনুষ্ঠান করে যাচ্ছে।

 

 

বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সলিসিটর শাহরিয়ার বিন আলীর সভাপতিত্বেঅনুষ্ঠিত উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন বৃটেনের লড়াকু ট্রেড ইউনিয়ন আর এম টির সভাপতিঅ্যালেক্স গর্ডন, প্রখ্যাত বামপন্থী ইংরেজি দৈনিক মর্নিংস্টারের প্রধান সম্পাদক বেন চাকো, জুইস সোশ্যালিস্ট গ্রুপেরনেতা ও বিখ্যাত লেখক ডেভিড রোজেনবারগ এবং মাইগ্রেন্ট ভয়েসের ডিরেক্টর নাজেক রামাদান প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশী বামপন্থী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি যুক্তরাজ্য ও ইউরোপ কমিটির সভাপতি এড.আবেদ আলী আবিদ, বাসদ [মার্ক্সবাদী] নেতা মোস্তফা ফারুক, বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যেরসহ-সভাপতি ড. আখতার সোবহান খান মাসরুর, উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্য সংসদের সাধারণ সম্পাদকসেলিনা শফি, বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল- যুক্তরাজ্যের অর্থ সম্পাদক মাহমুদ রিয়াদ, নিজর মানুষের তাসনিমাউদ্দিন প্রমুখ। এছাড়া বাসদ নেতা হুমায়ূন খান উপস্থিত থেকে নিজ দলের পক্ষে সংহতি জানান।

অনুষ্ঠানে গন সংগীত পরিবেশন করে ঐতিহ্যবাহী বামপন্থী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্যসংসদের শিল্পী বৃন্দ। প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসেরশিশুশিল্পীবৃন্দ এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এ আরটিভি নেটওয়ার্ক।

সভায় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীসহ বিভিন্ন দেশের শ্রমিকদের কাজের পরিবেশ উন্নতিকরণ, ইমিগ্রেশন ব্যবস্থাসহজ ও অভিবাসীবান্ধব করা, স্কিল ক্যাটাগরির আওতায় ভিসা প্রার্থীদের দালালমুক্ত ও প্রতারনামুক্ত করার লক্ষ্যেস্কিল ভিসা প্রার্থীদের স্পন্সর-ফ্রি করা, ভিসা ফিস ও ভিসা-বর্ধিতকরণ ফিস কমানো, আবাসন সমস্যার সমাধান,প্রাইভেট বাড়িওয়ালাদের জন্য ভাড়ার উচ্চতর স্তর নির্ধারণ করে দেওয়া, এনএইচএস-এর প্রাইমারী কেয়ার সহজকরা, বর্ণবাদী আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, অভিবাসী শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেআন্দোলন গড়ে তোলা, যুদ্ধমুক্ত সমতার বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিক সহ সাধারণ মানুষের জোরদার ঐক্য গড়েতোলার আহ্বান জানানো হয়।

এছাড়া বাংলাদেশে কৃষি শ্রমিক, চা-শ্রমিক, গার্মেন্টস শ্রমিকসহ সব আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদেরন্যূনতম ন্যায্য মজুরী, নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতকরণের আন্দোলন, ট্রেড ইউনিয়ন করার আন্দোলনের প্রতি এইসভা থেকে জোরদার সংহতি প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT