1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
এই জন-জনপদে... - মুক্তকথা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

এই জন-জনপদে…

প্রনীত দেবনাথ ও আব্দুল ওয়াদুদ॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪২ পড়া হয়েছে

ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে
যুবকের আত্মহত্যা


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া (২৭) নামে এক যুবক রান্না ঘরের তীরের সাথে গলায় দড়ি দিযে আত্মহত্যা করেছে। কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৫ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় কামুদপুর গ্রামের আবাসনে আব্দুস সালাম মিয়া সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি দিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কোন কারণ জানা যায়নি।

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আব্দুস সালাম আতœহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।


চুরি যাওয়া ৬টি অটোরিকশা উদ্ধার: আটক-১


মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ৬টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার জেলা পুলিশ কর্তৃক গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।

গত ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।

উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো মাহবুবুর রহমানের বরাত দিয়ে জেলা পুলিশ আরো জানায়, এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’


 

বিয়ের রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে
বরের অন্তঃসত্ত্বা ভাবির মৃত্যু;
বিয়ে বাড়ী বিষাদে পরিনত


রাত পোহালেই বর সবাইকে নিয়ে কনেকে আনতে যাবেন। বরের হাতে মেহেদিও পরানো হয়ে গেছে। রাত তখন ৩টা বাজে। হঠাৎ পুরো পরিবেশ বদলে যায়। বরের ভাবি আয়েশা বেগম (৪০) হার্ট অ্যাটাকে মারা যান। আয়েশা বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। মায়ের সঙ্গে গর্ভে থাকা সেই সন্তানও মারা গেছে। মুহুর্তেই বিয়েবাড়িতে বিষাদ নেমে আসে। কান্না আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। গত মঙ্গলবার দিবাগত রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

মৃত আয়েশা বেগম উপজেলার পতনঊষার ইউনিয়নের আরব-আমিরাত প্রবাসী লাল মিয়ার স্ত্রী। আয়েশা বেগম তিন সন্তানের মা। মঙ্গলবার তাঁর চতুর্থ সন্তান পৃথিবীতে আসার কথা ছিল।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামের প্রবাসী যুবক আনসার মিয়ার বিয়ের দিন ছিল আজ। বিয়ের অনুষ্ঠান ঘিরে মঙ্গলবার রাতে সবাই আনন্দ উৎসবে মেতে ছিলেন। এর মধ্যে রাতে বড় ভাই লাল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা বেগমের শরীরে অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট লাগে। এর কিছুক্ষণ পর তাঁর হার্ট অ্যাটাক হয়। পরিবারের সদস্যরা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আয়েশা বেগম ও তাঁর গর্ভের সন্তানকে মৃত ঘোষণা করেন। এমন হৃদয়বিদারক ঘটনার পর বিয়ের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিয়েবাড়িতে চারদিকে সাজসজ্জা। কিন্তু সেখানে শোকের পরিবেশ। বর-কনেকে আনার প্রস্তুতি বাদ দিয়ে লাশ দাফনকাফনের ব্যবস্থা চলছে। পরিবার ও আত্মীয়স্বজন বিলাপ করেছেন।

এদিকে স্ত্রী ও গর্ভের সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্রবাস থেকে স্বামী লাল মিয়া দেশে আসছেন। দেশে আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা ফটিকুল ইসলাম রাজু বলেন, ঘটনার পর বিয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। দাফনকাজ সম্পন্ন শেষে হয়তো বিয়ের আনুষ্ঠানিকতা হবে।
আয়েশা বেগমের চাচা শ্বশুর ইসমাইল মিয়া বলেন, আমরা কী বলব কোনো ভাষা নেই। আয়েশা বেগমের স্বামী দেশে আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।


 

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির


মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩শত ৬০জন শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় দলটির উপজেলা শাখার আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুর রব।

বিশেষ অতিথি ছিলেন সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক আজিজ আহমদ কিবরিয়া, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক এড. কামরুল ইসলাম, মৌলভীবাজার শহর এর সাধারন সম্পাদক কাজী দহিয়ান, জেলার সাধারণ সম্পাদক মহসিন আহমদ, জেলা দাওতি সম্পাদক আব্দুল মুহিদ মুর্শেদ, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান, জামায়াতের সহকারী সম্পাদক মনসুর আলী, কমলগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মো. আব্দুল হাই প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তানভির রায়হান ওয়াসিম এর সঞ্চালনায় আরও ছিলেন জেলা, উপজেলা শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধাবীদের ভূমিকা রাখতে হবে। আদর্শবান মানুষ হিসেবে দেশ ও জাতি গড়তে দায়িত্ব নিতে হবে।


চুরি যাওয়া মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার : ১জন আটক


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামে একজ যুবককে আটক  করেছে পুলিশ।  এসময় চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।  সোমবার জেলা পুলিশ কর্তৃক গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই বড়লেখা উপজেলার তেলিগুল গ্রামের শামীম আহমদ কাউছারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার পরদিন ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১২, ধারা ৪৫৪/৩৮০ দণ্ডবিধি)।

ঘটনার পর থেকেই মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার একটি টিম তদন্ত শুরু করে।

অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়।
পুলিশ আরো জানায়, গত ৩ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চোর চক্রের মূলহোতা শরীফ আহমেদ (২৪) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ আহমেদ সিলেট জেলার বিয়ানীবাজার থানার খসিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর দুই সহযোগীসহ সংঘবদ্ধভাবে চুরির বিষয়টি স্বীকার করে। শরীফের দেওয়া তথ্যে একটি ইয়ামাহা FZX মোটরসাইকেল (যা চুরির সময় ব্যবহৃত হয়েছিল) এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা’র বরাত দিয়ে জেলা পুলিশ আরও জানায়, “আসামির দেওয়া তথ্যে বাকিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের আটকে  পুলিশের অভিযান চলমান রয়েছে।”

গোয়ালঘর ভেঙে গরু চুরি : পিকআপসহ ৪ গরু উদ্ধার


মৌলভীবাজারের কুলাউড়ায় গোয়ালঘরে ঢুকে চুরি করে নেওয়া ৪টি গরু ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ থানায় , উপজেলার টিলাগাও  ইউনিয়নের পাল্লাখান্দি  গ্রামের গরুর মালিক আলমাস মিয়া মঙ্গলবার দিবাগত রাতে গোয়ালঘর তালাবদ্ধ করে নিজ ঘরে  ঘুমিয়ে পড়েন। ভোরে উঠে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং গরুগুলো চুরি হয়ে গেছে।

পরদিন বুধবার (২৩ জুলাই) ভোরে উপজেলার  উত্তর হিংগাজিয়া এলাকায় একটি পিকআপ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা পিক আপে থাকা লোকজনকে চোর সন্দেহে ধাওয়া করলে গাড়িতে থাকা চোর দল  পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ, চুরি যাওয়া ৪টি গরু ও একটি মোবাইল ফোন উদ্ধার করে থানায় নিয়ে আসে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর বরাত দিয়ে জেলা পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা চার/পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT