1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
একজন ব্যবসায়ীকে হত্যা এবং রঘুনন্দনপুরে ফুটবল প্রতিযোগীতা - মুক্তকথা
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

একজন ব্যবসায়ীকে হত্যা এবং রঘুনন্দনপুরে ফুটবল প্রতিযোগীতা

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৯ পড়া হয়েছে

দুর্বৃত্তদের চাকুর আঘাতে ব্যবসায়ী খুন।
সন্দেহজনক একজনকে পুলিশ নজরে রেখেছে


 

মৌলভীবাজার জেলা শহরের শমসেরনগর সড়কের অটোরিকশা স্ট্যান্ডের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দুর্বৃত্তের উপর্যপুরি চাকুর আঘাতে নিহত হয়েছেন শাহ ফয়জুর রহমান রুবেল(৪৫) নামের এক ব্যক্তি। শনিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাদের ধারণা, দোকানের ভেতরে এক বা একাধিক দুবৃর্ত্ত তার সাথে দস্তাদস্তির একপর্যায়ে চুরিকাঘাত করে। তবে এই ঘটনা প্রত্যক্ষভাবে কেউ দেখেনি। শুক্রবার ওই এলাকার একাধিক ব্যবসায়ী ও স্থানীয় সিএনজি চালকদের সাথে কথা বললে তারা জানান, ঘটনাটি সন্ধায় ঘটায় কেউই খেয়াল করেননি যে, কারা তার উপর হামলা চালিয়েছে।

ঘটনার সময় দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মক আহত করে দ্রুত পালিয়ে যায়। এসময় দোকানের ভেতরের বিভিন্ন স্থানে রক্তের দাগ ছড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়রা আরও জানান, ঘটনার প্রথম দিকে কোনো হাল্লা চিৎকার না হওয়াতে আশপাশের কেউই তা টের পাননি। তাই হামলাকারী এক না একাধিক ছিলো তা কেউই বলতে পারছে না।

দুর্বৃত্তরা চলে যাবার পর গুরুতর আহত রুবেল বাচাঁর জন্য সাহায্য চেয়ে চিৎকার করলে আশপাশের ব্যবসায়ী ও সিএনজি গাড়ি চালকরা এগিয়ে আসেন।

পরে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে পৌছলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ফয়জুর রহমান রুবেল শহরের শ্যামলী এলাকায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

২ সন্তানের জনক রুবেল দীর্ঘদিন থেকে মৌলভীবাজার শহরের চৌমহনা ও শমসেরনগর রোড এলাকায় যন্ত্রাংশের দোকান(হাডওয়্যার)সহ নানা ব্যবসা করে আসছেন । এদিকে শুক্রবার শ্যামলীস্থ বাসায় গেলে তার এক ভাইয়ের সাথে কথা হয়। কে বা কারা ও কোন কারনে ঘটনাটি ঘটিয়েছে এ বিষয়টি তিনি বলতে পারছেন না। তার পরিবারের অন্যান্য সদস্যরা সিলেটে বসবাস করেন। তারা আসলে হয়তো কিছু জানা যেতে পারে।

এদিকে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার সাথে শুক্রবার বেলা সাড়ে তিনটায় কথা হলে তিনি জানান, নিহতের লাশের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত চলছে। ঘটনাটি কারা ঘটিয়েছে, কিংবা কোন কারণে ঘটানো হয়েছে এমনটি জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বলার মত এখনো কিছু পাইনি। তবে আশপাশের সিসি ফুটেজ দেখে সন্দেহজনক একজনকে পেয়েছি। তবে তাকে আটক করা হয়নি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সব কিছু পর্যালোচনা করছি। বিস্তারিত পেলে আপনাদের জানাবো।


নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য মো: আব্দুল মান্নান

৩৬ জুলাইয়ে যুব সমাজের ভূমিকা ছিল অগ্রগণ্য


গত বৃহস্পতিবার দিবাগত রাতে  “ফায়ার” ক্লাব এর আয়োজনে ৩৬ শে জুলাই শহীদ স্মৃতি কাপ ফুটবল টূর্ণামেন্ট” রঘুনন্দনপুর লিজেন্ড স্পোর্টস এরিনা ইনডোর স্টেডিয়ামে চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও সিলেট অঞ্চল দল সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী  মোঃ আব্দুল মান্নান পুরস্কার বিতরণ করেন।

এ অনুষ্ঠানে তিনি বলেন, যুব সমাজ হচ্ছে সব পরিবর্তনের মূল, এই ৩৬ জুলাইয়ে যুব সমাজের ভূমিকা অগ্রগণ্য। সুতরাং আগামীতেও চাঁদাবাজ জুলুমবাজ মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে আপনারা যদি ভূমিকা রাখেন, তা’হলে ইনশাল্লাহ এই দেশ একটি সুন্দর সোনালী সমাজে গঠিত হবে।

 

যুবকদের উদ্দেশ্য আব্দুল মান্নান আরও বলেন, আপনারা দুটি দলই অনেক ভালো খেলেছেন। খেলাতে হার এবং জিত রয়েছে একটি দল বিজয়ী হবে এবং অপরটি পরাজিত হবে এটাই স্বাভাবিক। আমরা উভয়কেই মোবারকবাদ জানাচ্ছি। আমি আশাবাদ ব্যক্ত করছি আপনারা আগামীতে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ও খেলার সুযোগ পাবেন এবং মৌলভীবাজার জেলার মুখ উজ্জ্বল করতে পারবেন।

ফায়ার ক্লাবের উপদেষ্টা মো: মোতাহির আলম এর সঞ্চালনায় ও খেলা পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সেক্রেটারি কাওছার আহমদের সার্বিক পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা ও দায়রা জজ কোর্টের সিভিল কোর্ট কমিশনার রিপন আহমদ, সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, ওয়ারিয়র্স অফ জুলাই মৌলভীবাজার জেলার আহ্বায়ক ডা. মো: সাহাব উদ্দিন বাবলু, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও মৌলভীবাজার  সদর উপজেলা যুব বিভাগের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, পৌর সভার ২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদ প্রার্থী দিদারুল আলম মজুমদারসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদের মূলোতপাঠনে অগ্রনী ভূমিকা রেখেছেন, যারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা স্মরণ রেখে সুন্দর বাংলাদেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।
খেলা শেষে চ্যামপিয়ান, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারকারীদের মধ্যে পুরুষ্কার ও মেডেল তুলে দেন অতিথিগণ।
এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT