মৌলভীবাজার জেলা শহরের শমসেরনগর সড়কের অটোরিকশা স্ট্যান্ডের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর দুর্বৃত্তের উপর্যপুরি চাকুর আঘাতে নিহত শাহ ফয়জুর রহমান রুবেল হত্যার ঘটনায় মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
শনিবার সকাল দশটায় শহরের চৌমুহনা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী নেতা আব্দুল মতিন বক্স, মোক্তাদির হোসেন, রনি আহমদ সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা খুনিদের ধরতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেন। নইলে তারা কঠোর ঘোষণা দেবেন বলে পুলিশকে হুশিয়ারি দেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে শহরের শমসেরনগর সড়কের নিজ দোকানে দুর্বৃত্তরা উপর্যপুরী আঘাত করে ব্যবসায়ী রুবেল কে। খুনিরা চলে যাবার পরে আহত রুবেলের চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে নিয়ে যান। এখানকার চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে রেফার করেন। রাত দশটায় এখানেই তিনি মারা যান।
এদিকে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমার কাছে
ঘটনাটি কারা ঘটিয়েছে, কিংবা কোন কারণে ঘটানো হয়েছে এ মনটি জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বলার মত এখনো কিছু পাইনি। তবে আশপাশের সিসি ফুটেজ দেখে সন্দেহজনক একজনকে পেয়েছি।