শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের অভিযান,
৫০০ ঘনফুট বালু জব্দ
জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মহিবুল্লাহ আকনের নেতৃত্বে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের অইজারাকত বিভিন্ন বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলাধীন বালু মহালগুলোতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়। এ সময় সেনাবাহিনীর একটি টিম উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলনস্থলে লাল পতাকা টাঙানো ও বাঁশের ব্যারিকেড বসিয়ে ট্রাক চলাচল বন্ধ করা হয়েছিল। নদী, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সুরক্ষার স্বার্থে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মেনে চলার জন্য শ্রীমঙ্গলের জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম,
পাবে ৯০ হাজার শিশু-কিশোর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে (ইপিআই) আওতায় আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম। এতে ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুকে এক ডোজের ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। এরমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে টিকাদান শুরুর আগ পর্যন্ত।
![]() |
সোমবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলায় ৯০ হাজার শিশু কিশোর-কিশোরীদের ২৭০ কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রথম ১০ কর্মদিবসে স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে। যেসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা পাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে।’
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শারমীন আক্তারসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সিস্টেমিক সংক্রমণ। সাধারণত দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে এটি ছড়ায়। উপসর্গের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে উপসর্গ অস্পষ্ট থাকায় অনেক সময় এটি অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।
‘বই পড়া প্রতিযোগিতা’র প্রথম পর্ব অনুষ্ঠিত
শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “বই পড়া প্রতিযোগিতা”র প্রথম পর্ব।
আজ সোমবার(২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম পর্ব পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে বই পড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন হলো।
![]() |
শিক্ষার্থীদের বইপড়ায় আগ্রহ সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায ২০ হাজারেরও শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত “বই পড়া প্রতিযোগিতা”র প্রথম পর্যায়ে ছিল ‘মুকুল’ এর মুলায়নী পরীক্ষা। পুরো প্রতিযোগিতা মুকুল, ফুল ও ফল এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। আজ ছিলো প্রথম ধাপ ‘মুকুল’ এর মুল্যায়নী পরীক্ষা। এ ধাপে শিক্ষার্থীরা নির্ধারিত বই নিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে।
কর্মসূচীর বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, মূলত অামাদের সন্তানদের জ্ঞানের পরিধি বৃদ্ধির মাধ্যমে তাদের সুশিক্ষিত, রুচিশীল এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। এই লক্ষ্যকে সামনে রেখে বইপড়ায় আগ্রহ সৃষ্টি ও বৃদ্ধির লক্ষ্যে উপজেলাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আমাদের আয়োজন। শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং শিক্ষক ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতায় প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় বাকি দুটি পর্বেরও সফল সমাপ্তি হবে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের বহি বিতরণ এবং সফল ভাতাভোগীদের যাচাই-বাছাই করার লক্ষ্যে লাইভ-ভেরিফিকেশন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
শনিবার(২৫ আগস্ট) শ্রীমঙ্গলস্থ মহসিন অডিটোরিয়ামে এই অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, এবং সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীরা।