মৌলভীবাজারে ৪৯তম জাতীয় দাবা
চূড়ান্ত বিজয়ী খেলায়
সিলেট ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রতিযোগিতা
মৌলভীবাজারে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫’র আঞ্চলিক(জোন) সিলেট-ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার রাত দশটায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ দুই বিভাগের মধ্যে আঞ্চলিক বাছাই পর্বের উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। প্রতিযোগিতায় দুই বিভাগের ২৮ জন দাবারু অংশ নেন। এর আগে জেলা পর্যায়ে প্রতিযোগিতার বাছাইপর্ব শেষ হয়। অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতা শেষে ৩ জন বিজয়ী জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব মাজহারুল মজিদ, সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, এডভোকেট মোশতাক আহমেদ মম, ইমামুল হক রিপন ও সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।