“প্রযুক্তির যুগে স্বাক্ষরতার প্রসার, এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে মৌলভীবাজারে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার জেলা শহরের আদালত সড়কে বর্নাঢ্য রেলি প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর সব মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই মূলত এই দিনটির প্রচলন। সাক্ষরতার হার বৃদ্ধিতে সকলকে অধিক সচেতন হতে হবে।
![]() |
শিক্ষক লিটন পাল এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) আসমা সুলতানা নাসরিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ আনুষ্ঠানিক শিক্ষা বুরো উপ পরিচালক (ভারপ্রাপ্ত) কিশোলয় চক্রবর্তী। সভায় সরকারি কমকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষনা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতি বছর এ দিবসটি উদযাপনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়।
আসন্ন টাইফয়েড টীকাদান জাতীয় কর্মসূচীকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা সম্মেলন কক্ষে এক ‘অবস্থান ও ঝোঁক'(অরিয়েন্টেশন) নির্ণয় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৯ সেপ্টেম্বর) দুপুরে ‘অবস্থান ও ঝোঁক'(ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ ইসলাম উদ্দিন।
![]() |
এতে অংশগ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
মতবিনিময় সভায় টাইফয়েড টিকা ও রেজিষ্ট্রেশন নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিনথিয়া তাসমিন।
তিনি উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কার্যক্রক পরিচালনার বিষয়েও বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, টাইফয়েড একটি প্রাণঘাতী সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু এই রোগে আক্রান্ত হয়, যার বেশিরভাগই ১৫ বছরের কম বয়সী।
কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
শ্রীমঙ্গল সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে সহযোগিতা প্রদানের লক্ষ্যে হেল্প ডেক্স চালু করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ মৌলভীবাজার জেলা শাখা।
গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বাগছাস এর নেতৃবৃন্দ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করে যাচ্ছেন।
![]() |
উদ্বোধনী দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর মৌলভীবাজার জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা, দেলোয়ার হোসেন পারভেজ, জেলা সংগঠক তারেকুল ইসলাম, সহ-মুখপাত্র অজান্তা মিম।
বাগছাস এর শ্রীমঙ্গল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আরিফ বক্স, আবেদা আক্তার, তাহারাত রহমান, সাব্বির হোসেন, পনিক আহমেদ প্রমুখ।
বাগছাস এর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব ইশিকা ইশা জানান, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এই হেল্প ডেক্স চালু থাকবে এবং শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সহায়তা করবেন।