বাংলাদেশ ব্যাংকের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি এবং জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র আজীবন সদস্য ফারুক উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জীবনভর নীতি ও আদর্শের প্রতি অবিচল থেকে
পথচলা দেশপ্রাণ সৎ ত্যাগী ফারুক উদ্দিন আহমেদ এর চিরবিদায়ে সতীর্থ, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এলাকাবাসী বলেন, তিনি ছিলেন আমাদের গর্ব ও অনন্য সম্পদ।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার গোবর্ধনপুর গ্রামের কৃতি সন্তান ফারুক উদ্দিন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সাবেক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, নীতি বিশ্লেষণ এবং গ্রামীণ অর্থনীতি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করতেন।
সম্প্রতি কমলগঞ্জ বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী ও ১৩৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মনোনীত করা হয়।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার কমলগঞ্জের নিজ গ্রাম গোবর্ধনপুরে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।