গঙ্গা স্নানের মাধ্যমে সম্পন্ন হলো চা শ্রমিকদের
২৫তম কাত্যায়ানী পূজা
কাত্যায়ানী পূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের সনাতনী ভক্তবৃন্দের আয়োজনে পুরো কার্তিক মাস ব্রত পালন শেষে গত মঙ্গলবার রাত থেকে বাগানের বিভিন্ন মন্দিরে হরিনাম কীর্তন শুরু হয়।
বুধবার(৫ নভেম্বর) ভোর রাত থেকেই হাজার হাজার ভক্তরা গঙ্গা স্নান ও পূজা অর্চনা করতে হীরামতি এলাকার ধলাই নদীর তীরে সমবেত হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে গঙ্গা স্নান ও পূজার্চ্চনা চলে সকাল সাড়ে ৮টা পর্যন্ত। নদীর ঘাটে স্নান করতে আসা পূজারীদের মধ্যে প্রসাদ হিসাবে খিচুড়ি বিতরণ করেন পূজা উদযাপন কমিটির সদস্যরা।
![]() |
এ সময় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভা সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু, মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দীপন কুমার সিনহা, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা পুস্প কুমার কানু, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
![]() |
গঙ্গা পূজার উদযাপন কমিটির সভাপতি শ্রী লক্ষী নারায়ণ করি (দাদু), সহ-সভাপতি পার্থ কাহার ও সাধারণ সম্পাদক রাজু করি জানান, ভগবত পুরাণ গ্রন্থের দশম স্কন্দের দ্বাবিংশ অধ্যায়ে কাত্যায়ানী ব্রতের উল্লেখ আছে। এই কাহিনী অনুযায়ী ব্রজের গোপীগণ কৃষ্ণকে পতিরূপে কামনা করে সমগ্র কার্তিক মাস জুড়ে এই ব্রত করেন মহিলারা। এই একমাস তারা মশলাবিহীন খিচুড়ি ও সিদ্ধজাত খাবার খেতেন এবং সকালে ধলাই নদীতে স্নান করে নদীর তীরে মাটির কাত্যায়ানী মূর্তি গড়ে দেবীর পূজা করা হয়। এরপরই ধলাই নদীতে স্নান করে ভক্তরা বাড়ী ফিরে যান। বুধবার গঙ্গা স্নানের আর পূজার্চ্চনা মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে চা শ্রমিকদের ২৫তম কাত্যায়ানী পূজা।
প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জরানী সিনহার
অবসরজনিত বিদায় সংবর্ধনা
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জরানী সিনহার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে উপজেলার আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি রিয়াজ পারভেজ।
![]() |
মণিপুরি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শান্ত কুমার সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ ও শিক্ষিকা কন্তৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দাশ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংবর্ধিত প্রাক্তন প্রধান শিক্ষক কুঞ্জ রানী সিনহাকে সম্মাননা ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়। এসময় কুঞ্জরানী সিনহার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক ও সুধীবৃন্দ।
অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা
শীর্ষক সেমিনার
অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক একটি সেমিনার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ, শমশেরনগর এর উদ্যোগে ও শমশেরনগর হাসপাতাল কমিটির সহায়তায় শনিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
![]() |
ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ, শমশেরনগর এর সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে আলোচানা করেন দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুসলেহ উদ্দিন, পূর্ব শিংরাউলী জামে মসজিদের ইমাম বিএএফ শাহীন কলেজের শিক্ষক মাওলানা মো. শামসুজ্জামান, কেচুলুটি জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ সাজ্জাদুর রহমান, শমশেরগর হাসপাতাল কমিটির সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী, সহসভাপতি অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ইমাম মাওলানা মবশ্বির আলী।
পবিত্র কুরআনে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দেওয়া আছে। কুরআনের অনেক সুরায় অসংখ্যবার বলা হয়েছে নামাজ আদায় করা ও জাকাত প্রদান করা। যাদের উপর জাকাত ফরজ তারা নিয়মিত জাকাত আদায় করলে সম্পদ কমবে না বরং বৃদ্ধি পাবে। আর নিয়মিত সঠিকভাবে জাকাত আদায় করলে দারিদ্র্যতা কমে এক সময় জাকাত গ্রহীতারাও জাকাত দিতে শুরু করবে। ইসলামী এই ব্যবস্থা কায়েম করলে অর্থনৈতিক সমস্যা অনেকাংশে কমে যাবে।
বক্তারা শমশেরনগর হাসপাতাল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, শুরু থেকেই এ হাসপাতালের একটি জাকাত তহবিল রয়েছে। এ তহবিল থেকে জাকাত গ্রহণ উপযোগী অসহায় ও দরিদ্ররা নিয়মিত চিকিৎসা সেবার সহায়তা পায়। শমশেরনগর হাসপাতাল জাকাত তহবিল আরও সমৃদ্ধকরণে ও সুষ্ঠু জাকাত ব্যয়ে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ শমশেরনগর হাসপাতাল কমিটিকে সার্বিক সহায়তা করবে বলেও জানানো হয়।