মুক্তকথা বৃহস্পতিবার ৮ই অগ্রহায়ণ ১৪২৩।।
আজ বৃহস্পতিবার, ইংরেজী ২৪শে নভেম্বর ২০১৬ সাল। আজ থেকে ১৫৭ বছর আগে ১৮৫৯ সালের আজকের এই দিনে জীববিজ্ঞানী মহামতি মনীষী চার্লস ডারউইন (Charles Darwin publishes On the Origin of Species.) তার মহামূল্যবান “Origin of Species”, ‘প্রজাতির উৎপত্তি’ প্রকাশ করেছিলেন। তিনিই সর্বপ্রথম অনুধাবন করেন যে, সকল প্রকার প্রজাতিই কিছু সাধারণ পূর্বপুরুষ হতে উদ্ভূত হয়েছে এবং তার এ পর্যবেক্ষণটি সাক্ষ্য-প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করেন।
বিবর্তনের এই নানান শাখা-প্রশাখায় ভাগ হবার বিন্যাসকে তিনি প্রাকৃতিক নির্বাচন হিসাবে অভিহিত করেন। তার জীবদ্দশাতেই বিবর্তনবাদ একটি তত্ত্ব হিসাবে বিজ্ঞানী সমাজ ও অধিকাংশ সাধারণ মানুষের কাছে স্বীকৃতি লাভ করে, তবে ১৯৩০ থেকে ১৯৫০ এর মধ্যে বিকশিত আধুনিক বিবর্তনিক সংশ্লেষের মাধ্যমে বিবর্তন প্রক্রিয়ায় প্রাকৃতিক নির্বাচনের গুরুত্ব পূর্ণরূপে অনুধাবন করা সম্ভব হয়। পরিবর্তিত রূপে ডারউইনের বৈজ্ঞানিক আবিষ্কার ছিল জীববিজ্ঞানের একত্রীকরণ তত্ত্ব, যা জীববৈচিত্রের ব্যাখ্যা প্রদান করে। ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি তার জন্ম আর দুনিয়ার মানুষকে কাঁদিয়ে এই মহামানব পরপারে চলে যান ১৮৮২ সালের ১৯ এপ্রিল।