লন্ডন: সোমবার, ২৬শে অগ্রহায়ণ ১৪২৩।। আজ, উপমহাদেশের কিংবদন্তির নায়ক দিলীপ কুমার ৯৪ বছর বয়সে পা দিলেন। গত ৬ই ডিসেম্বর তাকে মোম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি করা হয় তার পায়ের ব্যথার জন্য। বর্তমানে তার অবস্থা ভালর দিকে এবং তিনি আরো দু’একদিন পূর্ণ পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে থাকবেন বলে তার স্ত্রী প্রখ্যাত চিত্রনায়িকা সায়রা বানু দর্শনার্থীদের জানিয়েছেন।
১৯৪৪ ইং সনে “জোয়ার ভাটা” ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রের জীবন শুরু করেন দিলীপ কুমার এবং একটানা ৬০ বছর বলিউডে দাপটের সাথে বিচরণ করেছেন। তার আসল নাম ইউসুফ খান আর জন্মেছিলেন পেশোয়ারে। দিলীপ কুমার, তার নিজের পছন্দের, চলচ্চিত্র জগতের নাম।
বোম্বের ছায়াছবির জগৎ তথা বলিউডে তার অবদান অমর কীর্তিগাঁথার মত যুগ যুগ তার নাম বয়ে নিয়ে যাবে প্রজন্মের পর প্রজন্মের কাছে। বলতে গেলে কালোজয়ী তার সে সব ছবিগুলো হল- মোগল ই আযম, গঙ্গা যমুনা, দেবদাস, আন্দাজ, বাবুল, আন, অমর, শহীদ, নয়া দেওর, মধুমতি, রাম আওর শাম ইত্যাদি।