লন্ডন: শনিবার, ৮ই পৌষ ১৪২৩।। “মেয়েকে দিয়ে ঋণ পরিশোধ পাকিস্তানে” শিরোণামে খবর ছেপেছেন ভারতের দৈনিক “আজকাল” পত্রিকা। পাকিস্তানের ‘মীরপুর খাস’ থেকে লেখা খবরে বলা হয় এভাবে- “মাত্র একরাতের মধ্যে গোটা জীবনটাই বদলে গেছিল জীবতির। জোর করে তাকে বিয়ে দেওয়া হয়েছিল এক প্রৌঢ়ের সঙ্গে। জীবতির ‘অপরাধ’ ওই প্রৌঢ়ের কাছ থেকে পাকিস্তানি মুদ্রায় ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। তাছাড়া জীবতির আর এক ‘অপরাধ’, বাড়ির মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী সে-ই। শুধু জীবতি নয়, তার মতো এমন নির্যাতনের শিকার দক্ষিণ পাকিস্তানের বহু মেয়েই। বাবা ঋণ চোকাতে না পারলে বাড়ির সবচেয়ে সুন্দরী মেয়েকে বাধ্য করা হচ্ছে ঋণদাতাকে বিয়ে করার জন্য। জমি বা বাড়ির মতো ঘরের মহিলাদেরও গণ্য করা হচ্ছে সম্পত্তি হিসাবে। (আজকাল থেকে)