লন্ডন: সোমবার, ২৪শে পৌষ ১৪২৩।। ব্রিটেনের প্রথম পুরুষ হিসাবে সন্তানের জন্ম দেওয়ার জন্য নিজের লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া স্থগিত রেখেছেন রূপান্তরকামী হেডেন ক্রস (২০)। গত তিন বছর ধরে তিনি মহিলা থেকে পুরুষ হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এক স্পার্ম ডোনারের সন্ধান পেয়ে তিনি সন্তান ধারণের সিদ্ধান্ত নেন। সান পত্রিকা লিখেছে, তাঁর গর্ভস্থ ভ্রূণের বয়স ১৬ সপ্তাহ। খুব শীঘ্রই তিনি সন্তানের জন্ম দিয়ে ব্রিটেনের ইতিহাসে প্রথম পুরুষ জন্মদাতার জায়গা করে নেবেন। তাই তাঁর হরমোন থেরাপির প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছেন হেডেন ক্রস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তার মিশ্র অনুভূতি হচ্ছে। তিনি চান তার সন্তান সুসন্তান হোক। তিনি সেরা পিতা হিসাবে নিজেকে তুলে ধরতে চান। প্রসঙ্গত, ব্রিটেন সরকারের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)-এ রূপান্তরের খরচ ব্যক্তি প্রতি গড়ে ২৯ হাজার পাউন্ড।(খবর সান ও ছবি ষ্টার থেকে)