লন্ডন: রোববার, ১৫ই মাঘ ১৪২৩।। আমেরিকায় শরণার্থীদের প্রবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করল মার্কিন এক ফেডারেল আদালত। একই সাথে, যে সমস্ত শরণার্থীদের আটক করা হয়েছে তাঁদের নামের পূর্ণ তালিকা তৈরির আদেশও দিয়েছে আদালত। রোববার আদালতের এই রায়ের ফলে বৈধ ভিসাধারী-সহ শরণার্থী হিসাবে আবেদনকারীদের আমেরিকায় প্রবেশে আপাতত আর কোনও বাধা রইল না।
গত শুক্রবার এক প্রশাসনিক নির্দেশ জারি করে আমেরিকায় শরণার্থীদের প্রবেশ সাময়িক ভাবে বন্ধ করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা ছাড়া, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেনের মতো সাত মুসলিম-অধ্যুষিত দেশের নাগরিকদের আগামী ৯০ দিন আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। তবে আশ্চর্যের কথা হল, এই দেশগুলির নাগরিকদের উপর নিষেধাজ্ঞা থাকলেও ট্রাম্প নিজেই জানিয়েছেন, শরণার্থী হিসাবে ভবিষ্যতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পরই জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর-সহ আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে প্রায় দু’শো শরণার্থীকে আটক করা হয়। বৈধ ভিসা বা প্রয়োজনীয় পারমিট থাকা সত্ত্বেও অনেকে আমেরিকায় পা রাখতে পারেননি। এমনকী, যাঁরা আমেরিকাগামী বিমানে উঠেছিলেন তাঁদেরও বিমানবন্দরে পা রাখামাত্র আটক করা হয়।
(ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে)