যশোরে মুক্তিযুদ্ধকালীন সময়ের রকেট লাঞ্চার, হ্যান্ডগ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকা থেকে মাটি খোঁড়ার সময় এই অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে একটি রকেট লাঞ্চার, একটি হ্যান্ড গ্রেনেড, ২৭৯ রাউন্ড গুলি রয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানিয়েছেন, বুধবার সকালে যশোর সদর উপজেলার সতীঘাটা-কামালপুর এলাকার শামসু খাঁ তার জমিতে বাড়ি নির্মাণের জন্য ভিত কাটাচ্ছিলেন। এই ভিত কাটার সময় সেখান থেকে অস্ত্র-গুলি বের হয়ে আসে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রকেট লাঞ্চার, একটি হ্যান্ড গ্রেনেড, ২৭৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
ওসি ইলিয়াস হোসেন আরো জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি অনেক পুরানো ও নিষ্ক্রিয়। তাই ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের। এগুলোর এখন আর কোনো কার্যকারিতা নেই। এসব অস্ত্র-গুলি এখন বিধি-মোতাবেক সংশ্লিষ্ট সরকারি দফতরে জমা দেয়া হবে। (ইত্তেফাক থেকে)
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন