এম মছব্বির আলী।। কুলাউড়া: বৃহস্পতিবার, ১৯শে মাঘ ১৪২৩।। কুলাউড়া উপজেলায় সিলেট বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৬শত ৮২ ও দাখিল পরীক্ষায় ৬১০ জন অংশ গ্রহন করেছে। নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় এর কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন জানান, সিলেট বোর্ডের অধীনে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ভ্যানু কেন্দ্র কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ১৬২১ জন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও ভ্যানু লংলা আধুনিক মহাবিদ্যালয় সহ দু’কেন্দ্রে ছাত্র-ছাত্রী ১৩৯৪ জন। জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে ৫শত ৪ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডের ভোকেশনালে মোট পরীক্ষার্থী নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় মিলে ১৬৩ জন- কেন্দ্র কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় রবিরবাজার দারুস সুন্নাহ ও মুনসুর মোহামদ্দিয়া ফাজিল মাদরাসাসহ দু’টি কেন্দ্রে ছাত্র ও ছাত্রী মোট ৬ শত ১০ জন অংশ গ্রহন করছে।
প্রথম দিন বাংলা পরীক্ষায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে ছাত্র ৩, ছাত্রী ১, আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ছাত্রী ১, মুনসুর মোহাম্মদিয়া মাদরাসায় ছাত্রী ১ ও রবিরবাজার দারুস সূন্নাহ ফাজিল মাদরাসায় ছাত্রী ১ সহ মোট ৭ জন অনুপস্থিত রয়েছে। পরীক্ষা চলাকালীন সময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মোঃ কবির আহমদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার। কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার জানান, ২ ফেব্রুয়ারী থেকে এসএসসি ও দাখিল পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ট ও সুন্দর ভাবে চালিয়ে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।