ঢাকা: পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগের কারণে নির্মাণের কাজ দেরি হওয়ায় একশো কোটি ডলার ক্ষতি হয়েছে। বিশ্বব্যাঙ্কের কাছে ওই একশো কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বুধবার আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে মোহাম্মদ নাসিম সংবাদ বৈঠকে এই দাবি করেন। মোহাম্মদ নাসিম জানান, ‘বিশ্বব্যাঙ্ক পদ্মা সেতু নিয়ে মিথ্যা অভিযোগের কারণে অর্থনৈতিকভাবে আমাদের দেশের ক্ষতি হয়েছে। পদ্মা সেতু নির্মাণের কাজ কয়েক বছর বন্ধ ছিল। এই কারণে আমাদের দেশের একশো কোটি ডলার ক্ষতি হয়েছে। সেটা বিশ্বব্যাঙ্ককে দিতে হবে।’ তিনি আরও জানান, ‘নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস–সহ যারা পদ্মা সেতু তৈরির জন্য অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন। মোহাম্মদ ইউনুস বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়েছেন। ষড়যন্ত্রকারীদের সংসদীয় স্থায়ী কমিটিতে ডেকে স্পিকারের কাছে জবাবদিহি করার দাবিও জানান।’ কেন্দ্রীয় ১৪ দলের সভায় মোহাম্মদ নাসিম ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ–সহ অন্যান্য নেতৃবৃন্দ।
(ভিনিউজ বিডি থেকে)