আজকাল।। শুটিংয়ের ব্যস্ততা। তাছাড়া আগে থেকে ঠিক করা কিছু জরুরি কাজ। এজন্য রানী এলিজাবেথের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন অমিতাভ বচ্চন। তবে জানিয়ে দিলেন, বাকিংহাম প্যালেস থেকে আমন্ত্রণ পেয়ে তিনি সম্মানিত।
এ বছর ভারতের স্বাধীনতার ৭০তম বর্ষ। সেই উপলক্ষ্যে ভারত এবং ব্রিটেন সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতির আদানপ্রদান করবে। সোমবার বাকিংহাম প্যালেসে ‘ইউনাইটেড কিংডম-ইন্ডিয়া ইয়ার অফ কালচার’–এর উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে দুদেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে রাজপরিবার। আমন্ত্রণ পেয়েছেন বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তি। তালিকায় রয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। সেই অনুষ্ঠানেই থাকতে পারবেন না বলে রানীর প্রতিনিধিদের কাছে শোক প্রকাশ করে তিনি জানিয়ে দিলেন।
বলিউডের গুঞ্জন, ওই সময় বিগ বি রামগোপাল বর্মার ‘সরকার-থ্রি’র ট্রেলর প্রকাশ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকবেন। এছাড়া বিজয় কৃষ্ণ আচারিয়ার ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিংও চলবে। (আজকাল থেকে)