দিল্লি: দেশজুড়ে তাপমাত্রার পারদ চড়ছে। সঙ্গে তাপপ্রবাহ। এই পরিস্থিতিতে খরা অধ্যুষিত কর্নাটকের কৈগা গ্রামে বোতল থেকে জল খেল শঙ্খচূড়। সেই ভিডিও ছড়িয়ে পড়ল সোশাল সাইটে। তার পরই বাহবা বনকর্মীদের।
গ্রীষ্মের গোড়াতেই খরার কবলে পড়েছে কর্নাটকের কৈগা গ্রাম। জলাশয় শুকিয়ে গেছে। বিপাকে পড়েছে পশুপাখিরা। জলের খোঁজেই বিরাট শঙ্খচূড়টি গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। এমনিতে সাপেরা সাধারণত মানুষের ধারেকাছে ঘেঁষে না। বুঝতে পেরে তার সামনে জলের বোতল বাড়িয়ে দেন এক বনকর্মী। সাপটি আচমকা যাতে আক্রমণ না করে সেজন্য তার লেজ ধরে রাখেন অন্য এক বনকর্মী। মুখ বাড়িয়ে সেই জল খেতে থাকে সাপটি। পরে সেটিকে প্রাণী পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। (আজকাল থেকে)